News71.com
 Bangladesh
 12 May 22, 11:34 AM
 421           
 0
 12 May 22, 11:34 AM

কুকুর বাঁচাতে গিয়ে অটোরিকশা উল্টে এক জনের মৃত্যু।।

কুকুর বাঁচাতে গিয়ে অটোরিকশা উল্টে এক জনের মৃত্যু।।

নিউজ ডেস্কঃ ফরিদপুরে কুকুর বাঁচাতে গিয়ে সিএনজি চালিত অটোরিকশা উল্টে মিল্টন কুমার (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ সময় সিএনজিতে থাকা অপর একজন আহত হন। তাৎক্ষণিকভাবে আহত ব্যক্তির নাম পরিচয় জানা সম্ভব হয়নি।বুধবার (১১ মে) বিকেল সাড়ে ৫টার দিকে জেলা সদরের কানাইপুরের বিসিক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ফরিদপুরের করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কংকন কুমার বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কানাইপুরে বিসিক এলাকা থেকে সিএনজিটি পাশের মহাসড়কে ওঠার সময় একটি কুকুরকে সামনে চলে আসে, কুকুরটিকে বাঁচাতে গেলে সিএনজি উল্টে যায়। এ সময় সিএনজিতে থাকা মিল্টন কুমার নামে একজন নিহত এবং অপর একজন আহত হন। তিনি আরও বলেন, এ ঘটনায় কুকুরটিকেও বাঁচানো গেলো না। এ সময় আটোরিকশার চাপায় কুকুরটিও মারা যায়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন