News71.com
 Bangladesh
 12 May 22, 09:49 AM
 579           
 0
 12 May 22, 09:49 AM

নিউমার্কেটে সংঘর্ষ।।দুই দোকান কর্মচারী রিমান্ডে

নিউমার্কেটে সংঘর্ষ।।দুই দোকান কর্মচারী রিমান্ডে

নিউজ ডেস্কঃ রাজধানীর নিউমার্কেট এলাকায় ঢাকা কলেজ শিক্ষার্থী-ব্যবসায়ীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় দুই দোকান কর্মচারীর তিনদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার (১১ মে) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শফি উদ্দিন এই আদেশ দেন। রিমান্ডে যাওয়া দুজন হলেন- কাউসার ও বাবু হোসেন। এদিন মামলার তদন্ত কর্মকর্তা নিউমার্কেট থানার পুলিশ পরিদর্শক হালদার অর্পিত ঠাকুর আসামিদের ৫দিনের রিমান্ড আবেদন করেন। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক তাদের তিনদিনের রিমান্ড মঞ্জুর করে আদেশ দেন। এই দুজনকে সোমবার (৯ মে) দিনগত রাতে তাদের হাজারীবাগ এলাকা থেকে গ্রেফতার করে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গ্রেফতারের পর ডিবির অতিরিক্ত কমিশনার এ কে এম হাফিজ আক্তার বলেন, নিউমার্কেটে শিক্ষার্থী ও ব্যবসায়ীদের মধ্যে সংঘর্ষের সূত্রপাত যে দোকান থেকে ঘটেছিল সেই ক্যাপিটাল ফাস্টফুডের দুই কর্মচারীকে গ্রেফতার করা হয়েছে। সংঘর্ষের সময় পুলিশের ওপর হামলার ঘটনায় নিউমার্কেট থানায় দায়ের করা মামলায় তাদের গ্রেফতার দেখানো হয়। গত ১৮ এপ্রিল রাত থেকে শুরু হয়ে প্রায় ১৮ ঘণ্টা ধরে চলমান এ সংঘর্ষে দুজন নিহত এবং গণমাধ্যমকর্মী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যসহ প্রায় দুই শতাধিক ব্যক্তি আহত হন। এছাড়া অ্যাম্বুলেন্সসহ বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর ও কয়েকটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করা হয়। এ ঘটনায় নিউমার্কেট থানায় দুটি হত্যা মামলাসহ মোট পাঁচটি মামলা দায়ের করা হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন