News71.com
 Bangladesh
 11 May 22, 01:18 PM
 351           
 0
 11 May 22, 01:18 PM

ঘিওরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ২৫।।

ঘিওরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ২৫।।

নিউজ ডেস্কঃ মানিকগঞ্জের ঘিওর উপজেলার জোকার এলাকায় সেলফি পরিবহন এবং সেবা গ্রিন লাইন পরিবহনের মুখোমুখি সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হয়েছেন। বুধবার (১১ মে) সকালে উপজেলার ঢাকা আরিচা মহাসড়কের জোকার নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। বরংগাইল হাইওয়ে পুলিশ ইনচার্জ মো. জাকির হোসেন বলেন, সকালের দিকে ঘিওর উপজেলার জোকার এলাকায় ঢাকাগামী সেলফি পরিবহনের সঙ্গে পাটুরিয়া গ্রামীণ সেবা গ্রিন লাইন পরিবহনের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে উভয় গাড়ির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। দুর্ঘটনায় কেউ নিহত না হলেও আহত হয়েছেন কমপক্ষে ২৫ যাত্রী। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার পরে প্রায় একঘণ্টা ঢাকা-আরিচা মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন