News71.com
 Bangladesh
 11 May 22, 11:59 AM
 526           
 0
 11 May 22, 11:59 AM

এডুটিউব কুইজ কনটেস্ট॥ ২৬ লাখ টাকার পুরস্কার

এডুটিউব কুইজ কনটেস্ট॥ ২৬ লাখ টাকার পুরস্কার

নিউজ ডেস্কঃ এথিকস এডভান্স টেকনোলজি লিমিডেট (ইএটিএল) আয়োজিত মাধ্যমিক পর্যায়ের স্কুল শিক্ষার্থীদের অংশগ্রহণে এডুটিউব কুইজ কনটেস্ট ২০২২-এর উদ্বোধন করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। মঙ্গলবার (১০ মে) রাজধানীর হোটেল শেরাটনে এক অনুষ্ঠানে এর উদ্বোধন করেন। এডুটিউব কুইজ কনটেস্টে দেশের যে কোনো প্রান্ত থেকে শিক্ষার্থীরা মোবাইল অথবা ইন্টারনেটের মাধ্যমে প্রতিযোগিতায় অংশ নিয়ে জিততে পারবে অনেক আকর্ষণীয় পুরষ্কার।

 দেশের বিভিন্ন থানা, উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ে প্রতিযোগিতা শেষ করে উত্তীর্ণ শিক্ষার্থীদের জাতীয় পর্যায়ে রাজধানীতে চূড়ান্ত পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণের অনন্য সুযোগ থাকবে। এই প্রতিযোগিতায় একদিকে যেমন জ্ঞান আহরণের পথ খোলা থাকবে তেমনি থাকবে বিভিন্ন পর্যায়ে অনেক পুরষ্কার জয়ের সুযোগ।
প্রতিযোগিতার রেজিস্ট্রেশন চলবে ১০ মে থেকে ৯ জুন পর্যন্ত। রেজিস্ট্রেশনের লিংক- https://contest.edutubebd.com/ প্রতিযোগিতার প্রতিটি পর্যায়ে থাকবে আকর্ষণীয় পুরষ্কার এবং চূড়ান্ত পর্বে বিজয়ী দল পাবে ৫ লাখ টাকার প্রথম পুরষ্কার এবং রানার আপ দল পাবে ৩ লাখ টাকার ২য় পুরষ্কার। সবমিলিয়ে রয়েছে ২৬ লাখ টাকার পুরস্কার।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন