News71.com
 Bangladesh
 09 May 22, 02:02 PM
 550           
 0
 09 May 22, 02:02 PM

যাত্রাবাড়ীতে ইয়াবাসহ ৪জন গ্রেফতার।।

যাত্রাবাড়ীতে ইয়াবাসহ ৪জন গ্রেফতার।।

নিউজ ডেস্কঃ রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে ইয়াবাসহ চারজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) গোয়েন্দা গুলশান বিভাগ।  তারা হলেন, মো. ফয়সাল, মো. মিরাজুল ইসলাম মিঠু, হযরত আলী ও শামছুল আলম। এ সময় তাদের হেফাজত থেকে ১১ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার পরে জব্দ করা হয়।

সোমবার (৯ মে) এই তথ্য নিশ্চিত করেন গোয়েন্দা পুলিশ। গোয়েন্দা গুলশান বিভাগের গুলশান জোনাল টিমের প্রধান অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মাহবুবুল হক সজীব  জানান, রোববার উত্তর যাত্রাবাড়ী বিবির বাগিচা  এলাকা থেকে উদ্ধারকৃত ইয়াবাসহ ফয়সাল, মিরাজুল, হযরত আলী ও শামছুল আলমকে গ্রেফতার করা হয়। তারা ইয়াবা দেশের সীমান্তবর্তী জেলা কক্সবাজার হতে সাব-মার্সিবল পাম্পের ভেতরে অভিনব কায়দায় সেটিং করে  একটি পরিবহনের মাধ্যমে ঢাকায় নিয়ে আসতেন। এরপর গ্রেফতাররা  রাজধানীর বিভিন্ন এলাকা বিক্রি করতেন।  যাত্রাবাড়ী থানায় তাদের বিরুদ্ধে আইগত ব্যবস্থা নেওয়া হয়েছে। বিস্তারিত জানার জন্য আরো কাজ করা হচ্ছে বলেও জানান এই কর্মকর্তা। 

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন