News71.com
 Bangladesh
 09 May 22, 12:54 PM
 508           
 0
 09 May 22, 12:54 PM

নির্মাণাধীন ভবনের লিফটের ফাঁকা গর্তে পড়ে শিশুর মৃত্যু।।

নির্মাণাধীন ভবনের লিফটের ফাঁকা গর্তে পড়ে শিশুর মৃত্যু।।

নিউজ ডেস্কঃ  ভাঙ্গা পৌরসভার ভাঙ্গা টাউন এলাকায় নির্মাণাধীন একটি ৭ তলা ভবনের লিফট স্থাপনের জন্য তৈরি উন্মুক্ত ট্যাংকিতে পড়ে আব্বাস (৮) নামে একটি শিশুর মৃত্যু হয়েছে। রোববার (০৯ মে) দুপুর ২টার দিকে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্বাস ভাঙ্গা উপজেলার চান্দ্রা ইউনিয়নের মৃত মিজানুর রহমানের ছেলে। এলাকাবাসী সূত্রে জানা যায়, নিহত আব্বাসের খালা তাছলি বেগম ভাঙ্গা টাউনের নাফিজ ইমতিয়াজ নামক এক ব্যক্তির বাসায় গৃহকর্মীর কাজ করে। ছোট বোন ইতি আক্তারের ছেলে আব্বাসকে সঙ্গে নিয়ে আজ তিনি কাজে আসেন।

দুপুরের দিকে সবার অজান্তে আব্বাস পার্শ্ববর্তী আকরাম হোসেন নামক এক ব্যবসায়ীর নির্মাণাধীন ৭ তলা ভবনের লিফটের জন্য তৈরি উন্মুক্ত ট্যাংকিতে পড়ে যায়। পরে তাকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।  ভাঙ্গা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পান্না মিয়া জানান, ঘটনাটি তিনি শুনেছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন