News71.com
 Bangladesh
 08 May 22, 09:18 PM
 867           
 0
 08 May 22, 09:18 PM

জলাবদ্ধতা নিরসনে আমাদের প্রস্তুতি আছে।। স্থানীয় সরকার মন্ত্রী

জলাবদ্ধতা নিরসনে আমাদের প্রস্তুতি আছে।। স্থানীয় সরকার মন্ত্রী

নিউজ ডেস্কঃ ঢাকা শহরের জলাবদ্ধতা নিরসন আমাদের জন্য একটি বড় চ্যালেঞ্জ হলেও অতীতে অভিজ্ঞতা থেকে ধারণা নিয়ে আমাদের প্রস্তুতি মোটামুটি আছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম। রোববার (০৮ মে) দুপুরে সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

ঢাকা শহরের জলাবদ্ধতা নিরসন নিয়ে এক প্রশ্নের জবাবে স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম বলেন, ঢাকা শহরের জলাবদ্ধতা নিরসনে খালগুলো হস্তান্তর করা হয়েছে। হস্তান্তরের পর তারা কিছু অবৈধ উচ্ছেদ করেছে। কিছু কিছু খাল সংস্কার করেছে। এতে গত বছর আমরা অবস্থার কিছু উন্নতি লক্ষ্য করেছি। এ বছর এই প্রক্রিয়া অব্যাহত ছিল। স্থানীয় সরকার মন্ত্রী বলেন, আমাদের বড় বড় নদীগুলোতে ড্রেজিং এর কাজ চলছে। আমরা নিচু দেশ হিসেবে অনেক নদীর চ্যানেল রয়েছে, এতে আমাদের অনেক সুযোগ রয়েছে। মাঝে মাঝে আমাদের দেশে বন্যা হয়। বন্যা হলে সব সময় অভিশাপ নয় আশীর্বাদও হয়। কারণ অনেক পলি বয়ে নিয়ে আসে। আমাদের ভূমি উর্বর, মানুষ সচেতন, সঠিক নেতৃত্ব যে কারণে আমরা অনেক চ্যালেঞ্জ মোকাবিলা করতে সক্ষম। তিনি বলেন, গত ১৩ বছরে প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশে সব জায়গায় বিদ্যুৎ পৌঁছে দিয়েছে। স্কুল সমস্যা ছিল অনেক স্কুল হয়েছে। স্বাস্থ্যের সমস্যা ছিল অনেক কমিউনিটি ক্লিনিক হয়েছে। এজন্য আমাদের সকল সুযোগ সুবিধাগুলো সব জায়গায় পৌঁছাতে হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন