News71.com
 Bangladesh
 08 May 22, 07:31 PM
 640           
 0
 08 May 22, 07:31 PM

নির্বাচনে সব দলের অংশগ্রহণ চায় আ.লীগ।। তথ্যমন্ত্রী

নির্বাচনে সব দলের অংশগ্রহণ চায় আ.লীগ।। তথ্যমন্ত্রী

নিউজ ডেস্কঃ তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, আওয়ামী লীগ চায় সব দলের অংশগ্রহণে নির্বাচন হোক। বিএনপির জন্ম পেছনের দরজা দিয়ে, তারপরও আমরা আশা করি আগামী নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করবে।

রোববার (৮ মে) দুপুরে রাজধানীর সিরডাপ মিলনায়তনে মা দিবস উপলক্ষে ইউনিভার্সেল মেডিক্যাল কলেজ হাসপাতাল আয়োজিত ‘গরবিনী মা’ সম্মাননা দেওয়া অনুষ্ঠানের শুরুতে গত শনিবারের (৭ মে) ওয়ার্কিং কমিটির বৈঠকের বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। তথ্যমন্ত্রী বলেন, করোনা মহামারি স্তিমিত হয়ে যাওয়ার পর প্রথম গত শনিবার প্রায় ৬ ঘণ্টার বেশি সময় ধরে পূর্ণাঙ্গ কার্যকরি সভা হয়েছে। আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিয়মিতভাবেই দলের সম্মেলন হওয়ার ইঙ্গিত দিয়েছেন, সে লক্ষ্যে বিভিন্ন উপ-কমিটি গঠনের ওপর গুরুত্বারোপ করেছেন। তিনি বলেছেন, আমরা বিএনপিসহ সমস্ত রাজনৈতিক দলের অংশগ্রহণে নির্বাচন করতে চাই। 

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন