News71.com
 Bangladesh
 08 May 22, 06:05 PM
 562           
 0
 08 May 22, 06:05 PM

মাতুয়াইলে ৭৮৭৫ পিস ইয়াবাসহ আটক ২।।

মাতুয়াইলে ৭৮৭৫ পিস ইয়াবাসহ আটক ২।।

নিউজ ডেস্কঃ রাজধানীর যাত্রাবাড়ী থানাধীন মাতুয়াইল এলাকায় অভিযান চালিয়ে সাত হাজার ৮৭৫ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারিকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১০)।

আটকরা হলেন- রানা হাওলাদার (৩৫) ও জনি (৩৪)। রোববার (০৮ মে) ভোরে তাদের আটক করা হয়। র‌্যাব-১০ এর সহকারী পুলিশ সুপার (এএসপি) এনামুল কবীর শোয়েব বলেন, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে সাত হাজার ৮৭৫ পিস ইয়াবাসহ দুজনকে আটক করা হয়েছে। জব্দ করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ২৩ লাখ সাড়ে ৬২ হাজার টাকা। আটকরা পেশাদার মাদক কারবারি। তারা বেশ কিছুদিন ধরে যাত্রাবাড়ীসহ ঢাকার বিভিন্ন এলাকায় ইয়াবাসহ অন্যান্য মাদকদ্রব্য সরবরাহ করে আসছিলেন। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন