News71.com
 Bangladesh
 08 May 22, 12:55 PM
 528           
 0
 08 May 22, 12:55 PM

রায়পুরায় মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত।।

রায়পুরায় মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত।।

নিউজ ডেস্কঃ নরসিংদীর রায়পুরায় ঢাকাগামী মালবাহী একটি ট্রেনের বগি লাইনচ্যুত হয়েছে।  রোববার (৮ মে) সকাল ৯টার দিকে রায়পুরা উপজেলার শ্রীনিধি রেলওয়ে স্টেশনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

রেলওয়ে স্টেশন কতৃপক্ষ ও স্থানীয়রা জানান, শনিবার দিনগত রাতে রাজধানী ঢাকার উদ্দেশে চট্টগ্রাম থেকে মালবাহী একটি ট্রেন ছেড়ে আসে। রোববার সকালে ট্রেনটি শ্রীনিধি রেলওয়ে স্টেশনে পৌঁছালে ইঞ্জিনের পেছনের বগির সামনের সারির দু’টি চাকা লাইনচ্যুত হয়।  নরসিংদী রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মো. মুসা বলেন, কীভাবে এ ঘটনা ঘটেছে, তা এখনও নিশ্চিত নই আমরা। তবে স্টেশনের বিকল্প লাইন দিয়ে অন্যান্য ট্রেন চলছে। বর্তমানে ট্রেন চলাচল স্বাভাবিক আছে। মালবাহী ওই ট্রেন স্বাভাবিক করার জন্য আখাউড়া থেকে রিলিফ ট্রেন আসছে। 

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন