News71.com
 Bangladesh
 11 Mar 22, 11:25 PM
 335           
 0
 11 Mar 22, 11:25 PM

নারায়ণগঞ্জে আগুনে পুড়ল ঝুটের গোডাউন॥

নারায়ণগঞ্জে আগুনে পুড়ল ঝুটের গোডাউন॥


নিউজ ডেস্কঃ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের ২নম্বর ঢাকেশ্বরী বাসস্ট্যান্ড এলাকায় দুটি ঝুটের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (১১ মার্চ) দুপুরে একটি ঝুটের গোডাউনে আগুন লাগার পর তা দ্রুত ছড়িয়ে পাশে থাকা অপর গোডাউনে ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট দুপুর আড়াইটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

আদমজী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার রুহুল আমিন জানান, দুপুরে হঠাৎ করেই দুটি ঝুটের গোডাউনে আগুন লাগে। মুহূর্তেই পাশের গোডাউনে আগুন ছড়িয়ে পড়ে। এলাকাবাসী ফায়ার সার্ভিসকে খবর দিলে আদমজী ও হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনের সূত্রপাত এবং ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি। তদন্ত সাপেক্ষে তা জানা যাবে বলে জানান রুহুল আমিন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন