News71.com
 Bangladesh
 29 Sep 21, 07:23 PM
 434           
 0
 29 Sep 21, 07:23 PM

টাঙ্গাইলে রেল লাইনের সিগনাল সংযোগ বিচ্ছিন্ন॥ দুর্ঘটনার শঙ্কা

টাঙ্গাইলে রেল লাইনের সিগনাল সংযোগ বিচ্ছিন্ন॥ দুর্ঘটনার শঙ্কা

নিউজ ডেস্কঃ টাঙ্গাইলের ঘারিন্দা রেল স্টেশনের বর্ধিতকরণ কাজ করার সময় রেল লাইনের সিগনাল ক্যাবল কেটে গেছে। এতে রেললাইন সিগনাল যোগাযোগ বন্ধ রয়েছে। ফলে ঢাকা থেকে উত্তরবঙ্গগামী রুটে ট্রেন চলাচলে দুর্ঘটনার আশঙ্কা দেখা দিয়েছে। মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে ঘারিন্দা রেলস্টেশন প্লাটফর্ম বর্ধিতকরণ কাজে নিয়োজিত ঠিকাদারি প্রতিষ্ঠান বেকু দিয়ে কাজ করার সময় সিগনাল ক্যাবলটি কেটে ফেলে।

স্টেশন সূত্রে জানা গেছে, ঘারিন্দা রেল স্টেশনের প্লাটফর্ম বর্ধিতকরণের কাজ পাওয়া ঠিকাদারি প্রতিষ্ঠান বেকু দিয়ে কাজ করার সময় ৮টি ক্যাবলের মধ্যে একটি ক্যাবল কেটে ফেলে। এতে করে ২ নম্বর লেনের ট্রাকের সিগনাল ফেল করেছে। ক্যাবল কেটে যাওয়ায় সিগনালে কোন কাজ করছে না। এতে করে রেল চলাচল অব্যাহত থাকলে সিগনাল না থাকায় ম্যানুয়ালি চালাতে হচ্ছে। ঘারিন্দা রেলস্টেশনের খালাসি (সিগনাল) জহুরুল হক জানান, সিগনাল ক্যাবলটি কেটে যাওয়ায় লাইনে চলাচল করা সকল ট্রেন হুমকির মুখে পড়বে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন