News71.com
 Bangladesh
 26 Jul 21, 11:30 PM
 549           
 0
 26 Jul 21, 11:30 PM

নরসিংদীতে ধরা পড়লো ৭ ফুট লম্বা অজগর॥

নরসিংদীতে ধরা পড়লো ৭ ফুট লম্বা অজগর॥

নিউজ ডেস্কঃ নরসিংদী সদর উপজেলার মেহেরপাড়া ইউনিয়নের চৌয়া গ্রামে জালে আটকা পড়েছে ৭ ফুট লম্বা একটি অজগর (পাইথন) সাপ।  সোমবার (২৬ জুলাই) দুপুরে সাপটি আটকা পড়ে। বিষয়টি নিশ্চিত করেন ৭ নম্বর ওয়ার্ডের মেহেরপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য কামরুল আহসান তুহিন। তিনি জানান, আকাব্বর হোসেন নামে স্থানীয় এক মাছ চাষির পুকুরের পাশে হাস প্রবেশে বাধা দেওয়ার জন্য প্লাস্টিকের জাল দিয়েছিলেন তিনি। এর মধ্যে দুপুরের দিকে হঠাৎ সেখানে একটি অজগর দেখতে পান স্থানীয় এক ব্যক্তি। পরে মাছ ধরার কোচ দিয়ে আঘাত করে এটাকে বশে আনা হয়। সাপটি লম্বায় সাত ফুট। পরবর্তীকালে নরসিংদী সদর উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ে যোগাযোগ করলে তারা এসে সাপটিকে উদ্ধার করেন। নরসিংদী সদর উপজেলার প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. কামরুল ইসলাম জানান, অজগরটি উদ্ধারের পর বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন