News71.com
 Bangladesh
 17 Jul 21, 08:10 PM
 549           
 0
 17 Jul 21, 08:10 PM

গাজীপুরে করোনায় একদিনে ১০ জনের মৃত্যু॥

গাজীপুরে করোনায় একদিনে ১০ জনের মৃত্যু॥

নিউজ ডেস্কঃ গাজীপুরে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে একদিনে (গত ২৪ ঘণ্টায়) ১০ জনের মৃত্যু হয়েছে। নতুন করে করোনায় ১৩৮ জন আক্রান্ত হয়েছে। গাজীপুরে করোনায় মোট আক্রান্তের সংখ্যা ১৫ হাজার ৩৯৩ জন এবং মৃতের সংখ্যা ২৯২ জন। শনিবার (১৭ জুলাই) দুপুরে গাজীপুর সিভিল সার্জন মো. খায়রুজ্জামান এ তথ্য জানান। তিনি জানান, স্বাস্থ্যবিধি ও লকডাউনে অসচেতনতার কারণে প্রতিদিন গাজীপুরে বেড়েই চলছে করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা।

গত ২৪ ঘণ্টায় ৪৪৯ জনের নমুনা পরীক্ষা করে নতুন করে ১৩৮ জন করোনায় আক্রান্ত হয়েছে। এরমধ্যে গাজীপুর সদর উপজেলায় ৯১ জন, কালীগঞ্জ উপজেলায় ১৭ জন, কালিয়াকৈর উপজেলায় ৮ জন, কাপাসিয়া উপজেলায় ২২ জন। এপর্যন্ত গাজীপুর জেলায় ৯৮ হাজার ২৫৯ জনের নমুনা পরীক্ষায় ১৫ হাজার ৩৯৩ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে। এর মধ্যে গাজীপুর সদরে ৯ হাজার ৭৫৬ জন, কালীগঞ্জে ১ হাজার ৪১ জন, কালিয়াকৈরে ১ হাজার ৬৭২ জন, কাপাসিয়ায় ১ হাজার ৫৬ জন ও শ্রীপুরে ১হাজার ৮৫৯ জন আক্রান্ত হয়েছেন। এ পর্যন্ত গাজীপুর জেলায় নতুন ১০ জনসহ মোট ২৯২ জন মৃত্যু হয় এবং সুস্থ হয়েছেন ১২ হাজার ৪৭২ জন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন