News71.com
 Bangladesh
 29 May 21, 02:27 PM
 54           
 0
 29 May 21, 02:27 PM

আশুলিয়ায় বাসে তরুণীকে দলবেঁধে ধর্ষণের ঘটনায় আটক ৬।।

আশুলিয়ায় বাসে তরুণীকে দলবেঁধে ধর্ষণের ঘটনায় আটক ৬।।

 

নিউজ ডেস্কঃ সাভারের আশুলিয়ায় চলন্ত বাসে এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে ৬ জনকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় ওই বাসটিও জব্দ করা হয়েছে। শনিবার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়ার থানার ওসি (তদন্ত) জিয়াউল হক। এর আগে শুক্রবার (২৮ মে) দিনগত রাত পৌনে ১২টার দিকে আশুলিয়া-সিঅ্যান্ডবি বাইপাস সড়কের আশুলিয়া গরুর হাট এলাকায় এ ঘটনা ঘটে।

 

আশুলিয়ায় থানার ওসি (তদন্ত) বলেন, ভুক্তভোগী তরুণীর বাড়ি মানিকগঞ্জ থেকে নিজ বাসা নারায়ণগঞ্জের চাষাড়া এলাকায় যাচ্ছিলেন। পরে সকল যাত্রীকে গন্তব্যে যাওয়ার আগেই নামিয়ে দেন বাসের চালক-হেলপার। তারা ভুক্তভোগীকে জোরপূর্বক বাসে করে নবীনগর নিয়ে আসেন। এ সময় বাসের জানালা-দরজা বন্ধ করে ভুক্তভোগী তরুণীকে দলবেঁধে ধর্ষণ করে বাসের চালক, হেলপারসহ ৬ জন। শেষ খবর পাওয়া পর্যন্ত ওই তরুণীকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানোর হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন