News71.com
 Bangladesh
 27 Apr 21, 09:45 PM
 575           
 0
 27 Apr 21, 09:45 PM

কেজিতে তরমুজ বিক্রি করায় ১৪ ব্যবসায়ীকে জরিমানা।।

কেজিতে তরমুজ বিক্রি করায় ১৪ ব্যবসায়ীকে জরিমানা।।

নিউজ ডেস্কঃ মাদারীপুরে কেজি দরে তরমুজ বিক্রি করায় ১৪ ব্যবসায়ীকে ৮ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (২৭ এপ্রিল) দুপুরে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুদ্দিন গিয়াস এই ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন। সদর উপজেলার বিভিন্ন হাট-বাজারে কেজিতে তরমুজ বিক্রি হচ্ছে এমন অভিযোগের প্রেক্ষিতে অভিযানে যায় ভ্রাম্যমাণ আদালত। শহরের চৌরাস্তা, পুরানবাজার, ইটেরপুল বাজারে অভিযান পরিচালনা করা হয়।

এছাড়া সদর উপজেলার মস্তফাপুর ফলের আড়তেও অভিযান চালানো হয়। কেজিতে তরমুজ বিক্রির দায়ে ১২ ব্যবসায়ীকে ৫০০ করে ৬ হাজার টাকা ও অপর দুই ব্যবসায়ীকে এক হাজার করে দুই হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় কেজিতে তরমুজ বিক্রি বন্ধে হুঁশিয়ারি দেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো. সাইফুদ্দিন গিয়াস।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন