News71.com
 Bangladesh
 07 Feb 21, 11:32 AM
 606           
 0
 07 Feb 21, 11:32 AM

ঢাকাসহ চার বিভাগে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির আভাস॥

ঢাকাসহ চার বিভাগে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির আভাস॥

নিউজ ডেস্কঃ শৈত্যপ্রবাহ কেটে যেতেই ব্যারোমিটারের পারদ তরতর করে ওপরের দিকে ওঠছে। সেই সঙ্গে বাড়ছে বৃষ্টিপাতের প্রবণতা। আবহাওয়া অফিস বলছে, ঢাকাসহ চার বিভাগে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। শনিবার (৬ ফেব্রুয়ারি) রাতে এক পূর্বাভাসে আবহাওয়া অধিদফতর জানিয়েছে উপ মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। লঘুচাপের বর্ধিতাংশ হিমালয়ের পাদ-দেশীয় পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। আর মৌসুমের স্বাভাবিক লঘুচাপ অবস্থান করছে দক্ষিণ বঙ্গোপসাগরে।

এই অবস্থায় ঢাকা, রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের দু’এক জায়গায় হালকা/গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে শৈত্যপ্রবাহ কেটে গেলেও কুয়াশার প্রকোপ আপাতত কমছে না। আবহাওয়া অফিস জানিয়েছে, রোববার (৭ ফেব্রুয়ারি) মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন