News71.com
 Bangladesh
 23 Dec 20, 11:56 AM
 555           
 0
 23 Dec 20, 11:56 AM

কেরানীগঞ্জে মিটার টেম্পার করে বিদ্যুৎ চুরির অভিযোগ॥  

কেরানীগঞ্জে মিটার টেম্পার করে বিদ্যুৎ চুরির অভিযোগ॥   

নিউজ ডেস্কঃ ঢাকার কেরানীগঞ্জের অলি-গলিতে গড়ে উঠেছে অসংখ্য ব্যাটারিচালিত অটোরিকশার গ্যারেজ। আর এসব গ্যারেজের অধিকাংশতেই বিদ্যুৎ চুরি করে ব্যাটারি চার্জ দেওয়া হয় বলে অভিযোগ পাওয়া গেছে। অনুসন্ধানে জানা যায়, রাতের বেলা মিটার টেম্পারিং করে বিদ্যুৎ চুরি করা হয়। আর এ কাজে বিদ্যুৎ অফিসের কর্মচারীরাই জড়িত থাকার অভিযোগ পাওয়া গেছে। এতে সরকারের আর্থিক ক্ষতি হলেও পকেট ভরছে কিছু লাইনম্যান ও রিডারম্যানের। অনেক গ্যারেজ থেকে মাসোহারাও পাচ্ছে তারা। এর বিনিময়ে মিলছে অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহারের সুযোগ।


চলতি মাসে শুভাঢ্যা উত্তর পাড়া এলাকায় অবৈধ সংযোগ বিচ্ছিন্ন অভিযানে যায় পল্লীবিদ্যুতের কর্মকর্তারা। অভিযানে টেম্পারিংয়ের দায়ে জাভেদ নামে স্থানীয় একজনের অটোরিকশার গ্যারেজের তিনটি মিটারের সংযোগ বিচ্ছিন্ন করা হয়। নাম প্রকাশে অনিচ্ছুক গ্যারেজের আশপাশের কয়েকজনের সঙ্গে কথা বলে জানা যায়, আগে জাভেদের তিনটি মিটারের প্রত্যেকটিতে মাসে ১০ হাজার টাকার বেশি বিদ্যুৎ বিল আসত। পরে পল্লীবিদ্যুতের রিডার মো. ইকবালের মাধ্যমে তার মিটারগুলো টেম্পারিং করে সে। এতে তার বিল কমে প্রতি মাসে ৫ হাজার টাকার নিচে নেমে আসে। বিনিময়ে ইকবালকে এককালীন ৭০ হাজার টাকা ও প্রতি মাসে কিছু মাসোহারা দেয় জাভেদ। একপর্যায়ে জাভেদের সংযোগ বিচ্ছিন্ন করা হলে ৫০ হাজার টাকা জরিমানার বিনিময়ে পুনরায় বিদ্যুৎ সংযোগের ব্যবস্থা করে দেয় ইকবাল।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন