News71.com
 Bangladesh
 12 Nov 20, 08:56 PM
 682           
 0
 12 Nov 20, 08:56 PM

কিশোরগঞ্জের বাজিতপুরে হত্যা মামলায় আওয়ামী লীগের উপজেলা সাধারন সম্পাদক গ্রেফতার॥

কিশোরগঞ্জের বাজিতপুরে হত্যা মামলায় আওয়ামী লীগের উপজেলা সাধারন সম্পাদক গ্রেফতার॥

 

নিউজ ডেস্কঃ কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুনকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআই। প্রায় সাড়ে তিন বছর আগে বাজিতপুরের ওমর চান ওরফে সাচ্চু হত্যা মামলায় বুধবার রাতে তাকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার তাকে আদালতে হাজির করলে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আল মামুন জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন। মামলার তদন্তকারী কর্মকর্তা কিশোরগঞ্জ পিবিআইয়ের পরিদর্শক মজিবুর রহমান জানান  আব্দুল্লাহ আল মামুনের নির্দেশে ও তার পরিকল্পনাতেই সাচ্চুকে হত্যা করা হয়। এর আগে গ্রেফতার আসামি নান্টু ও আল আমীনের স্বীকারোক্তিতেই মামুনের নাম উঠে আসে বলে তিনি জানান। প্রসঙ্গত ২০১৭ সালের ২৭ জুন রাতে খুন হন সাচ্চু। ঘটনার পরদিন এ ব্যাপারে থানায় মামলা দায়ের করেন সাচ্চুর বড় ভাই জামাল মিয়া। মামলা তদন্ত ও গ্রেফতার করা আসামিদের স্বীকারোক্তিতে তিনি জানতে পারেন, সাচ্চুর ছোট ভাই লায়েস মিয়ার সাথে মামুনের ব্যবসায়ীক লেনদেন নিয়ে বিরোধ ছিল।

 

এর জের ধরেই দুই লাখ টাকার চুক্তিতে লায়েসকে খুন করার পরিকল্পনা করা হয়। পরিকল্পনা অনুযায়ী দুর্বৃত্তরা ২০১৭ সালের ২৭ জুন রাতে বাজিতপুরের পশ্চিম বসন্তপুরে লায়েসের বাসায় হানা দেয়। কিন্তু লায়েস ওইদিন বাসায় ছিলেন না। তার ছোট ভাই সাচ্চু মশারি টাঙিয়ে ঘুমিয়ে ছিলেন ঘরে। দুর্বৃত্তরা লায়েস মনে করে মারধর ও ছুরিকাঘাতে সাচ্চুকে হত্যা করে। পিবিআইয়ের পরিদর্শক মজিবুর রহমান মামলাটি তদন্তের দায়িত্ব পেয়ে এ বছরের ২১ অক্টোবর প্রযুক্তিগত সহযোগিতায় আসামি নান্টু মিয়াকে ২৮ গ্রেফতার করেন। পরে আসামী নান্টু মিয়া আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি প্রদান করেন। এছাড়া গত ২৪ অক্টোবর আসামি আল আমিনকে ৩২  বাজিতপুর এলাকা থেকে গ্রেফতার করা হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন