News71.com
 Bangladesh
 02 Nov 20, 11:03 AM
 665           
 0
 02 Nov 20, 11:03 AM

মুন্সিগঞ্জে বর্জ্যের বিষক্রিয়ায় এক শিশু মারা গেছে।।

মুন্সিগঞ্জে বর্জ্যের বিষক্রিয়ায় এক শিশু মারা গেছে।।

নিউজ ডেস্কঃ মুন্সিগঞ্জের সিরাজদিখানে ভাঙারির বর্জ্যের বিষক্রিয়ায় মারা গেছে এক শিশু। তিনজনকে ভর্তি করা হয়েছে ঢাকার মিটফোর্ড হাসপাতালে। শিশুদের স্বজনরা জানান ভাঙারির বর্জ্য থেকে আচার সাদৃশ্য বস্তু খেয়ে অসুস্থ হয়ে পড়ে তারা। রোববার (১ নভেম্বর) দুপুরে চার শিশু আচার ভেবে বিষাক্ত কিছু খেয়ে ফেললে কিছুক্ষণের মধ্যে তারা অসুস্থ হয়ে পড়ে। পরে তাদেরকে স্থানীয় হাসপাতালে নেয়া হলে সেখানে মারা যায় চার বছরের সাব্বির। বাকি তিনজনের অবস্থার অবনতি হতে থাকলে আনা হয় রাজধানীর মিটফোর্ড হাসপাতালে। জানা যায়, তারা সবাই মুন্সিগঞ্জের সিরাজদিখানের ফুরশাইল গ্রামের এক টিনসেড বাড়িতে ভাড়া থাকে। ওই বাড়ির অন্য ভাড়াটিয়া শামসুদ্দিন নামের একজন ভাঙারির ব্যবসা করেন। প্রতিদিনের ভাঙারি বর্জ্য মজুদ করা হতো উঠানে। সেখান থেকে ওই চার শিশু আচার ভেবে বিষাক্ত কিছু খেয়ে ফেলে। স্থানীয়রা বলেন, 'হয়তো বিষাক্ত কিছু ছিল ওরা খাইছে, পরে হাসপাতালে নিলে ওখানে একজন মারা গেছে পরে বাকিদেরকে মিডফোর্ডে নিয়ে আসছি। আমি আসার পরে দেখছি ওর আম্মু কোলে নিয়ে পানি দিচ্ছে।'

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন