News71.com
 Bangladesh
 28 Oct 20, 11:15 PM
 625           
 0
 28 Oct 20, 11:15 PM

নরসিংদীতে বেদখল জমি উদ্ধার অভিযানে রেলওয়ে।।

নরসিংদীতে বেদখল জমি উদ্ধার অভিযানে রেলওয়ে।।

নিউজ ডেস্কঃ নরসিংদীতে জমি বেদখল হওয়ায় উদ্ধার অভিযান চালিয়েছে রেলওয়ে। প্রথম দিনেই উচ্ছেদ করা হয়েছে এক হাজার ২০০ বেশির ছোট-বড় অবৈধ স্থাপনা।বুধবার (২৮ অক্টোবর) সকালে নরসিংদী রেলস্টেশন এলাকা থেকে এ অভিযান শুরু হয়। এতে নেতৃত্ব দেন বিভাগীয় এস্টেট কর্মকর্তা নজরুল ইসলাম। দুপুর পর্যন্ত গুঁড়িয়ে দেয়া হয় প্রায় এক হাজার ২০০ অবৈধ স্থাপনা। এরই মধ্যে দোকানপাট ও বসতঘরও রয়েছে। রেলের বিভাগীয় ব্যবস্থাপক কে এম সালাহ উদ্দিন জানান, জমি দখল করে বিভিন্ন সময় ছোট-বড় স্থাপনা গড়ে তুলেছে প্রভাবশালীরা। সম্প্রতি জরিপ চালিয়ে রেলস্টেশন থেকে শহরের বাসাইল শাপলা চত্বর পর্যন্ত দুই হাজারের বেশি অবৈধ স্থাপনা চিহ্নিত করা হয়। স্থানীয়রা জানান, তারা শুধু সামনের দিকে ভাঙছে। পেছনে আরও অবৈধ জায়গা রয়েছে। সেগুলো ভাঙছে না। আর ভাঙনের আগে রেলওয়ে থেকে কোনও ধরনের নোটিশ দেয়া হয়নি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন