Bangladesh
 23 Oct 20, 02:20 PM
 46             0

মুন্সিগঞ্জের পদ্মায় নৌকাডুবিতে নিখোঁজ ২

মুন্সিগঞ্জের পদ্মায় নৌকাডুবিতে নিখোঁজ ২


নিউজ ডেস্কঃ মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার কলিকালচরের কাছে পদ্মা নদীতে ইঞ্জিনচালিত একটি জেলে নৌকা ডুবে দুই শিশু নিখোঁজ রয়েছে। শুক্রবার (২৩ অক্টোবর) বেলা সোয়া ১১টার দিকে নৌকাটি ডুবে যায়। এ বিষয়ে মাওয়া নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ সিরাজুল কবির জানান, জেলে নৌকাটিতে ছয়জন ছিলেন। বড় চারজন তীরে উঠতে পারলেও দুই শিশু নিখোঁজ রয়েছে।


তিনি আরও জানান, বড়দের সঙ্গে জেলে পরিবারের ওই দুই শিশুও অন্যান্য দিনের মতো পদ্মায় মাছ ধরতে যায়। কিন্তু উত্তাল পদ্মায় মাছ ধরার একপর্যায়ে নৌকাটি ডুবে যায়। সংবাদ পেয়ে নৌপুলিশ ঘটনাস্থলে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসও ঘটনাস্থলে যায়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন

')