News71.com
 Bangladesh
 16 Oct 20, 06:44 PM
 659           
 0
 16 Oct 20, 06:44 PM

নাব্যতা সঙ্কট॥ আবারও বন্ধ হল কাঁঠালবাড়ী-শিমুলিয়া রুটে ফেরি চলাচল

নাব্যতা সঙ্কট॥ আবারও বন্ধ হল কাঁঠালবাড়ী-শিমুলিয়া রুটে ফেরি চলাচল

নিউজ ডেস্কঃ মুন্সিগঞ্জের কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। নাব্যতা সঙ্কটে বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেল ৪টা থেকে ফেরি চলাচল বন্ধ রেখেছে কর্তৃপক্ষ। শুক্রবার (১৬ অক্টোবর) সকাল সাড়ে ১১টা পর্যন্ত ফেরি চলাচল শুরু হয়নি। দীর্ঘদিন ধরেই এ নৌরুটে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। প্রায় এক মাসের বেশি সময় ধরে শুধু দিনেরবেলায় সীমিত পরিসরে ফেরি চলছে। ৫ থেকে ৬টি ফেরি যানবাহন নিয়ে চলাচল করছিল। সকাল থেকে ঘাট এলাকায় পারের অপেক্ষায় রয়েছে ৯০টির মতো যানবাহন।শিমুলিয়া ঘাটের ম্যারিন কর্মকর্তা মোহাম্মদ হানিফ জানান, নাব্যতা সঙ্কটে ফেরি পারাপার বন্ধ আছে। এর আগেও কয়েকদিন ধরে দফায় দফায় দিনের বেলা ফেরি বন্ধ রাখা হয়েছিল। সর্বশেষ বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে বন্ধ হয় ফেরি চলাচল। এরপর থেকেই বন্ধ আছে ফেরি পারাপার। কখন ফেরি চালু হবে তা বলা মুশকিল। চ্যানেলে নাব্যতা ফেরাতে সংশ্লিষ্টরা কাজ চালিয়ে যাচ্ছেন। তবে সবাইকে অনুরোধ করা হচ্ছে জরুরি প্রয়োজন ছাড়া এ নৌরুট ব্যবহার না করার জন্য।মাওয়া ট্রাফিক পুলিশ ফাঁড়ির ইনচার্জ কর্মকর্তা হেলাল উদ্দিন জানান, শিমুলিয়াঘাটে পারের অপেক্ষা আছে ৯০টির মতো যানবাহন। এর মধ্যে আছে ৪০টি ট্রাক ও বাকিগুলো ছোট যানবাহন। নতুন করে তেমন গাড়ি আসছে না। যারা আসছেন তারা চলে যাচ্ছে বলেও জানান তিনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন