News71.com
 Bangladesh
 26 Jul 20, 09:53 PM
 959           
 0
 26 Jul 20, 09:53 PM

চট্টগ্রামে নকল স্বর্ণের বার বানিয়ে প্রতারনা॥ র্যাবের হাতে আটক ৫ প্রতারক

চট্টগ্রামে নকল স্বর্ণের বার বানিয়ে প্রতারনা॥ র্যাবের হাতে আটক ৫ প্রতারক

নিউজ ডেস্কঃ নকল স্বর্ণের বার তৈরি করে মানুষের কাছে স্বর্ণের বার বলে বিক্রি করে প্রতারণার অভিযোগে পাঁচজনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। রোববার (২৬ জুলাই) র‌্যাবের পক্ষ থেকে তাদের আটকের বিষয়ে জানানো হয়। হাটহাজারী থানাধীন ধোপার দীঘিরপাড় এলাকা থেকে তাদের আটক করা হয়। আটক প্রতারক চক্রের পাঁচ সদস্য হলো- মো. জসিম উদ্দিন (৪২), মো. ওসমান প্রকাশ রুবেল (২৯), মো. সোলাইমান (৩৫), মো. ইদ্রিস (৫৮) ও মো. আবু জাহেদ (৩৬)। তাদের বাড়ি চট্টগ্রামের বায়েজিদ, হাটহাজারী ও রাউজান এলাকায় বলে জানিয়েছে র‌্যাব। তাদের কাছ থেকে ৩২টি নকল স্বর্ণের বার ও নকল স্বর্ণের বার তৈরি সরঞ্জাম উদ্ধার করেছে র‌্যাব। র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) মো. মাহমুদুল হাসান মামুন বলেন, নকল স্বর্ণের বার তৈরি করে মানুষের কাছে স্বর্ণের বার বলে বিক্রি করে প্রতারণার অভিযোগে পাঁচজনকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে ৩২টি নকল স্বর্ণের বার ও নকল স্বর্ণের বার তৈরি সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। তাদের হাটহাজারী থানায় হস্তান্তর করা হয়েছে। র‌্যাব-৭ এর সহকারী পুলিশ সুপার কাজী মোহাম্মদ তারেক আজিজ বলেন, আটক পাঁচজন সংঘবদ্ধ প্রতারক চক্রের সদস্য। তারা সিএনজি অটোরিকশা চালক, রিকশা ও ভ্যান চালকের ছদ্মবেশ ধারণ করে কৌশলে মানুষের সঙ্গে প্রতারণা করে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন