News71.com
 Bangladesh
 26 Jul 20, 08:27 PM
 882           
 0
 26 Jul 20, 08:27 PM

মাদারীপুরে মন্ত্রীর ভাগ্নে-ভাই পরিচয় দিয়ে কোটি টাকা হাতিয়ে উধাও প্রতারক॥

মাদারীপুরে মন্ত্রীর ভাগ্নে-ভাই পরিচয় দিয়ে কোটি টাকা হাতিয়ে উধাও প্রতারক॥

নিউজ ডেস্কঃ কখনও মন্ত্রীর ভাগ্নে, কখনও আবার এমপির চাচাতো ভাই, এমন পরিচয়ে সরকারি চাকরি, অসহায়দের ঘর পাইয়ে দেয়ার নামে প্রতারণা করে ৫ কোটি টাকা হাতিয়ে নিয়ে উধাও আবু সাঈদ নামে এক প্রতারক। প্রতারণার শিকার হয়ে এখন টাকা ফেরত পেতে প্রশাসনের দ্বারে দ্বারে ঘুরছে অর্ধশত যুবকের পরিবার।এমন ঘটনা ঘটেছে মাদারীপুরের রাজৈরের আমগ্রামে। থানায় মামলা দায়েরের পর প্রতারককে ধরতে মাঠে নেমেছে পুলিশ।মাদারীপুরের রাজৈরের আমগ্রামের বাসিন্দা সাবরিনা মাহমুদ। বড় ছেলে আবুল খায়েরের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চাকরির জন্য ১২ লাখ টাকা দেন প্রতারক আবু সাঈদকে। এনজিও থেকে ঋণ নেয়ার পাশাপাশি স্থানীয়ভাবে সুদে টাকা যোগাড় করেন। এতে নিঃস্ব এখন তার পরিবার।প্রতারণার শিকার সাবরিনা মাহমুদ বলেন, 'চাকরি দেওয়ার জন্য আমার কাছ থেকে ১২ লাখ টাকা নেছে শ ম রেজাউলের কথা বলে।'শুধু সাবরিনাই নন, তার মতো এলাকার লিপি বেগম, বিলকিস আক্তার, হবি মৃধা, ওহাব শেখসহ অর্ধশত মানুষ প্রতারণার শিকার হয়েছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন