News71.com
 Bangladesh
 23 Jul 20, 06:51 PM
 822           
 0
 23 Jul 20, 06:51 PM

টাঙ্গাইলে জাল টাকা-সরঞ্জামসহ গ্রেফতার ৩॥ রিমান্ড আবেদন

টাঙ্গাইলে জাল টাকা-সরঞ্জামসহ গ্রেফতার ৩॥ রিমান্ড আবেদন

নিউজ ডেস্কঃ টাঙ্গাইলে দুই লাখ ৭৭ হাজার ৫০০ টাকার জাল নোট ও টাকা তৈরির সরঞ্জামসহ তিনজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। বৃহস্পতিবার (২৩ জুলাই) সকালে তাদের আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য সাতদিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ। দুপুরে টাঙ্গাইল পুলিশ সুপার (এসপি) সঞ্জিত কুমার রায় সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান। গ্রেফতার তিনজন হলেন- টাঙ্গাইলের বাসাইল উপজেলার কাশিল বটতলা গ্রামের রবি মিয়ার ছেলে আকাশ মাহমুদ হারেজ (৩০), কাশিল পশ্চিমপাড়ার মৃত আজমত খানের ছেলে আয়নাল খান (৩৫) ও নাকাছিম গ্রামের বানিজ মিয়ার ছেলে রায়হান মিয়া (২০)। এসপি সঞ্জিত কুমার রায় জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত ২১ জুলাই রাতে জেলা সদর উপজেলার করটিয়া পূর্বপাড়ায় ভাড়া বাসা থেকে তিনজনকে গ্রেফতার করে জেলা গোয়েন্দা পুলিশ। সে সময় তাদের কাছ থেকে দুই লাখ ৭৭ হাজার ৫০০ টাকার জাল নোট, জাল টাকা তৈরির কাজে ব্যবহৃত একটি কম্পিউটার, প্রিন্টার, ইস্ত্রি, পেপার কাটারসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়। গ্রেফতারদের জিজ্ঞাসাবাদে জানা যায়, কোরবানীর পশুর হাটে ছাড়ার জন্য জাল নোটগুলো তৈরি করা হচ্ছিল। এ ঘটনায় গ্রেফতারদের নামে বুধবার (২২ জুলাই) রাতে জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক মো. নুরুজ্জামান বাদী হয়ে টাঙ্গাইল সদর থানায় মামলা দায়ের করেছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন