News71.com
 Bangladesh
 08 Apr 20, 12:17 PM
 804           
 0
 08 Apr 20, 12:17 PM

কিশোরগঞ্জে করোনার লক্ষণ নিয়ে রোগীর মৃত্যু॥ গোটা হাসপাতাল তালাবন্ধ

কিশোরগঞ্জে করোনার লক্ষণ নিয়ে রোগীর মৃত্যু॥ গোটা হাসপাতাল তালাবন্ধ

নিউজ ডেস্কঃ কিশোরগঞ্জের ভৈরব শহরের বঙ্গবন্ধু সরণীতে আনোয়ারা জেনারেল হাসপাতালে এক গৃহবধূর জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে মৃত্যু হওয়ায় করোনা সন্দেহে হাসপাতালটি তালাবন্ধ করে দিয়েছে প্রশাসন। পাশাপাশি মৃতদেহ থেকে নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানোসহ আশপাশের এলাকার জনসমাগম সীমিত করে দেয়া হয়েছে।পরীক্ষার রিপোর্ট না আসা পর্যন্ত এই অবস্থা বিরাজমান থাকবে বলে জানিয়েছেন ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তা লুবনা ফারজানা।মঙ্গলবার (৭ এপ্রিল) সকালে ওই গৃহবধূ জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে আনোয়ারা জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি হন। বিকালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা লুবনা ফারজানা ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ বুলবুল আহম্মদ ঘটনাস্থলে গিয়ে হাসপাতালটি তালাবন্ধ করে দেন।ডাক্তার বুলবুল আহম্মদ জানান, আইইডিসিআর-এর নির্দেশনা মোতাবেক রোগী করোনা ভাইরাসে মারা গেছে কিনা তা পরীক্ষা করা হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন