News71.com
 Bangladesh
 10 Jan 20, 09:29 PM
 752           
 0
 10 Jan 20, 09:29 PM

ঢাকার বোটানিক্যাল গার্ডেনে এক ব্যক্তির মরদেহ উদ্ধার॥

ঢাকার বোটানিক্যাল গার্ডেনে এক ব্যক্তির মরদেহ উদ্ধার॥

নিউজ ডেস্কঃ রাজধানীর মিরপুর শাহ আলী এলাকায় বোটানিক্যাল গার্ডেনের ভেতর থেকে কাশেম (৩৮) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। শুক্রবার (১০ জানুয়ারী) বিকেল সাড়ে ৫টার দিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কাশেমের মরদেহ উদ্ধার করে। পুলিশ জানায়, নিহত কাশেম নেত্রকোণার কেন্দুয়া উপজেলার দুমকি গ্রামের হাবিবুর রহমানের ছেলে। স্ত্রী শাহিনা বেগম ও ৩ সন্তানকে নিয়ে তিনি মিরপুর মুক্তিযোদ্ধা কমপ্লেক্স এলাকায় থাকতেন। শাহিনাই কাশেমের মরদেহ শনাক্ত করেন। পরিবার জানায়, কাশেম আগে গাড়ি চালাতেন। কিন্তু পরিবারের সঙ্গে তেমন একটা যোগাযোগ রাখতেন না বলে সাম্প্রতিক সময়ে তিনি কী করতেন তা পরিবার জানে না। শালী থানার উপ-পরিদর্শক (এসআই) খোকন চন্দ্র দেবনাথ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নাকের ওপরে ধারালো অস্ত্রের আঘাত ও লিঙ্গ কর্তিত অবস্থায় কাশেম নামে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। গতরাতে কোনো এক সময় তাকে হত্যা করা হয় বলে পুলিশের ধারণা। এ হত্যাকাণ্ডের বিস্তারিত ঘটনার উদঘাটনে পুলিশ কাজ করছে। সুরতাহাল শেষে ময়নাতদন্তের জন্য কাশেমের মরদেহ শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানায় তারা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন