News71.com
 Bangladesh
 26 Dec 19, 09:33 AM
 738           
 0
 26 Dec 19, 09:33 AM

ফরিদপুরে বলাৎকারে মাদ্রাসাছাত্রের মৃত্যুর অভিযোগ ।।

ফরিদপুরে বলাৎকারে মাদ্রাসাছাত্রের মৃত্যুর অভিযোগ ।।

নিউজ ডেস্কঃ ফরিদপুর চরভদ্রাসন উপজেলায় মাদ্রাসাছাত্রের রহস্যজনক মৃত্যু হয়েছে। বুধবার (২৫ ডিসেম্বর) সকাল ৮টার দিকে আব্দুর রহমান (৮) নামের ওই শিশুটিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আব্দুর রহমান চরভদ্রাসন সদর ইউনিয়নের আব্দুর সিকদারের ডাঙ্গী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে অবস্থিত জামিয়া ইসলামিয়া মারকাজুল উলুম মাদ্রাসার মক্তব শ্রেণির শিক্ষার্থী ছিল। সে সালথা উপজেলার সোনাপুর ইউনিয়নের রাঙারদিয়া গ্রামের আব্দুর সোবহানের ছেলে। শিশুটির বাবা আব্দুর সোবহান বলেন, বুধবার ভোরে মাদ্রাসা কর্তৃপক্ষ তার ছেলে অসুস্থ থাকার কথা জানায়। তিনি ভোরে তার ছেলেকে চরভদ্রাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দেখতে পান। অবস্থা খারাপ দেখে সকালে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন । আব্দুর সোবহান অভিযোগ করে বলেন, তার ছেলেকে বলাৎকার করায় এ মৃত্যুর ঘটনা ঘটেছে। তার পায়ুপথ রক্তাক্ত ছিলফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগের কর্মরত চিকিৎসক ওয়াহিদুজ্জামান বলেন, শিশুটি বলাৎকারের শিকার হয়ে থাকতে পারে। এ জাতীয় লক্ষণ তার শরীরে রয়েছে। এদিকে চরভদ্রাসন থানায় ওই মাদ্রাসার অধ্যক্ষ আব্দুস সবুর, শিক্ষক আব্দুল আসাদ, মোহতামিম বিল্লা, ছাত্র রবিউল ইসলামসহ বেশ কয়েকজনকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করছে। মচরভদ্রাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ বলেন, এ ব্যাপারে ওই মাদ্রসার অধ্যক্ষ শিক্ষক ও ছাত্রদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বিষয়টি খতিয়ে দেখে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন