News71.com
 Bangladesh
 21 Dec 19, 07:34 AM
 817           
 0
 21 Dec 19, 07:34 AM

নারায়ণগঞ্জে স্পিনিং মিলে আগুন।।

নারায়ণগঞ্জে স্পিনিং মিলে আগুন।।

নিউজ ডেস্কঃ নারায়ণগঞ্জের আড়াইহাজারের ঝাউগড়া এলাকায় জাহিন স্পিনিং মিলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে কোনও হতাহতের ঘটনা ঘটেনি। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট ২ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।ঘটনার প্রত্যক্ষদর্শী শ্রমিকরা বলেন, হঠাৎ সূতা তৈরির মেশিনের রোলে আগুন লেগে যায়। পরে  আগুন পাশের ঘরে থাকা তুলার গোডাউনে  দ্রুত ছড়িয়ে পড়ে। এ সময় শ্রমিকরা মিলে কাজ করছিল। তারা নিরাপদ স্থানে সরে যান। ফলে কোনও হতাহতের ঘটনা ঘটেনি। পরে খবর পেয়ে আড়াইহাজার, মাদবদী এবং নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট ২ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এখনো ফায়ার সার্ভিসের একটি ইউনিট আগুনের ডাম্পিংয়ের কাজ করছে। এ বিষয়ে নারায়ণগঞ্জ মন্ডলপাড়া ফায়ার সার্ভিস স্টেশনের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন জানান, আগুনের খবর পেয়ে ঘটনাস্থলে এসে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট এসে দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছে। তিনি বলেন, প্রাথমিকভাবে ধারনা হচ্ছে সূতা উৎপাদনের মেশিনের রোল থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে। তদন্তের পর আগুনের সূত্রপাত ও  ক্ষয়ক্ষতি পরিমাণ জানা যাবে। এদিকে জাহিন স্পিনিং মিলের ম্যানেজার জহিরুল ইসলাম জানান, গোডাউনে প্রায় ১১ কোটি টাকার বেশি তুলা ছিল। তবে কী পরিমাণ টাকার তুলা ক্ষতি হয়েছে এখন সেটি বলা যাচ্ছে না।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন