News71.com
 Bangladesh
 27 Oct 19, 11:50 AM
 758           
 0
 27 Oct 19, 11:50 AM

পুলিশ ফাঁড়ির গ্রিল ভেঙে পালিয়েও রক্ষা হলো না আসামির॥

পুলিশ ফাঁড়ির গ্রিল ভেঙে পালিয়েও রক্ষা হলো না আসামির॥

নিউজ ডেস্কঃ নারায়ণগঞ্জের বন্দরে পুলিশ ফাঁড়ি থেকে পালিয়ে যাওয়ার এক ঘণ্টার পর ফের পুলিশের হাতে আটক হয়েছেন একটি মামলার সন্দেহভাজন আসামি। শনিবার (২৬ অক্টোবর) দুপুরে বন্দর পুলিশ ফাঁড়িতে এ ঘটনা ঘটে। পলাতক আসামির নাম সবুজ (৩৪)। তিনি বন্দর রেললাইন এলাকার ইসমাইল সরদারের ছেলে। ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মোস্তাফিজুর রহমান জানান, একটি হত্যা মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে শুক্রবার (২৫ অক্টোবর) দিনগত রাতে তাকে রেললাইন এলাকা থেকে আটক করা হয়। দুপুরে ফাঁড়ির জানালার রড (গ্রিল) ভেঙে পুলিশের চোখে ফাঁকি দিয়ে তিনি পালিয়ে যান। এ সময় আমি জোহরের নামাজে ছিলাম, নামাজ শেষ করে হঠাৎ চিৎকার হইচই শুনে মসজিদ থেকে বের হয়ে ঘটনা জানতে পারি এবং তাৎক্ষণিক অভিযান চালিয়ে তাকে আটক করি। পরে তার বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে বলেও জানান পরিদর্শক মোস্তাফিজুর। বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, ঘটনাটি জানতে পেরেছি, এখানে পুলিশ সদস্যের দায়িত্বে অবহেলা প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়া হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন