News71.com
 Bangladesh
 16 Oct 19, 10:13 PM
 695           
 0
 16 Oct 19, 10:13 PM

৯৯৯ নম্বরে ফোন ॥ ৪ মাদকব্যবসায়ী গ্রেফতার

৯৯৯ নম্বরে ফোন ॥ ৪ মাদকব্যবসায়ী গ্রেফতার

নিউজ ডেস্কঃ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ৯৯৯ নম্বরে ফোনকলের পর শীর্ষ চার মাদকব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১৬ অক্টোবর) দুপুরে গ্রেফতারদের নারায়ণগঞ্জ জেলা আদালতে পাঠিয়েছে পুলিশ। মঙ্গলবার (১৫ অক্টোবর) দিনগত রাতে ওই উপজেলার বারদী ইউনিয়নের চেঙ্গাকান্দি গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতাররা হলেন- বারদী ইউনিয়নের চেঙ্গাকান্দি গ্রামের ইদ্রিস মিয়ার ছেলে জহিরুল, ডা. সিরাজুল ইসলামের ছেলে জুয়েল ও সোহেল এবং ডা. আলমগীরের ছেলে পারভেজ। তাদের বিরুদ্ধে সোনারগাঁ থানায় মাদক, নারী নির্যাতন ও ইভটিজিংয়ের একাধিক মামলা রয়েছে।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে উপজেলার বারদী ইউনিয়নের চেঙ্গাকান্দি গ্রামে জহিরুলসহ ৭/৮ জনের একটি দল মাদক সেবনসহ ইয়াবা বিক্রি করছিল। এ খবর পেয়ে এলাকাবাসী ৯৯৯ নম্বরে ফোন করলে বারদী পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আলমগীরের নেতৃত্বে পুলিশ ওই এলাকায় অভিযান চালায়। এসময় পুলিশ চারজন শীর্ষ মাদকব্যবসায়ীকে গ্রেফতার করলেও বাকিরা পালিয়ে যায়। সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান মনির জানান, ৯৯৯ নম্বরে ফোন পেয়ে বারদী পুলিশ ফাঁড়ির ইনচার্জকে জানালে তিনি ঘটনাস্থলে অভিযান চালিয়ে চার মাদকব্যবসায়ীকে গ্রেফতার করেন। বাকিদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। গ্রেফতারদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন