News71.com
 Bangladesh
 14 Oct 19, 10:54 AM
 699           
 0
 14 Oct 19, 10:54 AM

মাদারীপুরের শিবচরে ইলিশ ধরার দায়ে জেলেসহ ২১ জনের কারাদন্ড॥

মাদারীপুরের শিবচরে ইলিশ ধরার দায়ে জেলেসহ ২১ জনের কারাদন্ড॥

নিউজ ডেস্কঃ সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার ও ক্রয়ের অপরাধে মাদারীপুরের শিবচরে জেলেসহ ২১ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার (১৩ অক্টোবর) রাতে আটকদের শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান এ সাজা দেন। এর আগে, রাত ৮টার দিকে উপজেলার বন্দোরখোলা ইউনিয়নের কাজিরসূরা এলাকায় অভিযান পরিচালনা করেন ইউএনও। সেসময় মাছ ধরা ও ক্রয়ের অপরাধে ছয় জনকে আটকসহ বিপুল পরিমাণ ইলিশ ও ১১ হাজার মিটার জাল জব্দ করা হয়। এদিকে, রোববার সকালে ও বিকেলে কাঁঠালবাড়ী এলাকায় অভিযান চালিয়ে মাছ ধরার অপরাধে ১৫ জনকে আটক করে পুলিশের একটি টিম। ইউএনও আসাদুজ্জামান জানান, মা ইলিশ রক্ষায় এ ধরনের অভিযান চলবে। এ ব্যাপারে কঠোর অবস্থানে রয়েছি। আটকরা মাছ শিকার ও ক্রয়ের সঙ্গে জড়িত। ইলিশের প্রধান প্রজনন মৌসুম রক্ষায় ৯-১১ অক্টোবর পর্যন্ত ২২ দিন ইলিশ ধরা, বিক্রি, মজুদ ও পরিবহন নিষিদ্ধ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন