bangladesh
 02 Sep 19, 09:37 PM
 80             0

গাজীপুরের শ্রীপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু॥

গাজীপুরের শ্রীপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু॥

নিউজ ডেস্কঃ গাজীপুরের শ্রীপুর উপজেলায় বিদ্যুৎস্পৃ‌ষ্ট হয়ে সুরভী আক্তার (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার টেপিরবাড়ি পশ্চিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। সুরভী ময়মনসিংহের গফরগাঁও উপজেলার চরমোছলদী এলাকার কামরুল ইসলামের মেয়ে। সে শ্রীপুরে একটি কিন্ডারগার্টেনের দ্বিতীয় শ্রেণির ছাত্রী ছিল। পু‌লিশ ও নিহত শিশুর প‌রিবার জানায়, টেপিরবাড়ি পশ্চিমপাড়া এলাকার আলমগীরের বাড়িতে প‌রিবারের সঙ্গে ভাড়া থাকতো সুরভী। তার বাবা রিকশাচালক ও মা স্থানীয় একটি কারখানায় চাকরি করে। দুপুরে সুরভীর বাবা-মা কাজে চলে যায়। এসময় সে স্কুলে না গিয়ে কয়েকটি শিশু‌র সঙ্গে খেলতে যায়। এক পর্যায়ে বিদ্যুৎ সংযোগের নিচু হয়ে থাকা তারে বসে থাকা প্রজাপতি ধরতে যায় সুরভী। এতে অসাবধনতাবশত বৈদ্যুতিক তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয় সে। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা সুরভীকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) লিয়াকত আলী বিষয়‌টি নি‌শ্চিত করে জানান, এটা একটা দুর্ঘটনা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন

')