News71.com
 Bangladesh
 28 Aug 19, 11:31 AM
 753           
 0
 28 Aug 19, 11:31 AM

কিশোরগঞ্জ থেকে ভৈরব-ময়মনসিংহ ট্রেন চলাচল শুরু॥

কিশোরগঞ্জ থেকে ভৈরব-ময়মনসিংহ ট্রেন চলাচল শুরু॥

নিউজ ডেস্কঃ মালবাহী ট্রেনের একটি বগির চারটি চাকা লাইনচ্যুত হওয়ায় দীর্ঘ ছয় ঘণ্টা বন্ধ থাকার পর কিশোরগঞ্জ থেকে ভৈরব ও ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল শুরু হয়েছে মঙ্গলবার (২৭ আগস্ট) দিনগত রাত ১টার দিকে আটকে পড়া ঢাকা থেকে আন্তঃনগর এগারসিন্দুর (গোধূলি) ট্রেন চলাচলের মাধ্যমে এ রুটে ট্রেন যোগাযোগ স্বাভাবিক হয়। কিশোরগঞ্জ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান বিশ্বাস জানান, ময়মনসিংহ থেকে রিলিফ ট্রেন আসার কথা থাকলেও আর আসেনি। পরে আখাউড়া রেলওয়ে জংশন থেকে রিলিফ ট্রেন আসার পর রেলওয়ের একটি টিম লাইনচ্যুত বগির উদ্ধার তৎপরতা শুরু করে। রাতে উদ্ধার কাজ শেষ হলে স্বাভাবিক হয় ট্রেন চলাচল। এর আগে, সন্ধ্যা ৭টার দিকে কিশোরগঞ্জের গচিহাটা ও মানিকখালীর মধ্যবর্তী ২৭০ কিলোমিটার এলাকায় ভৈরব থেকে ময়মনসিংহগামী মালবাহী ট্রেনের একটি বগির চারটি চাকা লাইনচ্যুত হয়। এতে ভৈরব ও ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। ফলে ওই রুটে চলাচলকারী ঢাকা থেকে আন্তঃনগর এগারসিন্দুর (গোধূলি) ট্রেনটি স্টেশনে আটকা পড়ে। যার কারণে যাত্রীরা কিশোরগঞ্জের গন্তব্যে পৌঁছাতে পারেনি। ট্রেন যোগাযোগ বন্ধ থাকায় দুর্ভোগে পড়েন এ রুটের যাত্রীরা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন