News71.com
 Bangladesh
 20 Aug 19, 02:09 PM
 830           
 0
 20 Aug 19, 02:09 PM

বৌদ্ধদের তীর্থস্থান হবে মুন্সিগঞ্জের রঘুরামপুর॥ বোধিবৃক্ষ রোপণের মাধ্যমে প্রক্রিয়া শুরু

বৌদ্ধদের তীর্থস্থান হবে মুন্সিগঞ্জের রঘুরামপুর॥ বোধিবৃক্ষ রোপণের মাধ্যমে প্রক্রিয়া শুরু

নিউজ ডেস্কঃ মুন্সিগঞ্জ সদর উপজেলার রঘুরামপুর বৌদ্ধ বিহার প্রাঙ্গণে বোধিবৃক্ষ রোপণের মাধ্যমে বৌদ্ধদের তীর্থস্থানে রূপ নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। গৌতম বুদ্ধকে সম্মান জানানোর জন্য এখানে বৌদ্ধদের জন্য একটি পরিবেশ তৈরি হবে বলে মনে করছেন আয়োজকরা। গতকাল সোমবার (১৯ আগস্ট) দুপুর ১টায় অগ্রসর বিক্রমপুর ফাউন্ডেশনের আয়োজনে এ বৃক্ষ রোপণ করেন ঢাকার বাসাবো বৌদ্ধ মন্দিরের প্রধান বৌদ্ধ ভিক্ষুরা।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের অধ্যাপক ও গবেষণা পরিচালক অধ্যাপক সুফি মোস্তাফিউজুর রহমান বলেন, বোধিবৃক্ষ রোপণের মাধ্যমে বৌদ্ধদের তীর্থস্থানে রূপ নেওয়ার প্রক্রিয়া শুরু বলা যেতে পারে। আরেকটু বুঝিয়ে বললে, বিক্রমপুর অঞ্চলের প্রধান বৌদ্ধবিহার এটি। বৌদ্ধবিহারের প্রধান গৌতম বুদ্ধের স্মরণে, বৌদ্ধদের জন্য একটি আবহাওয়া সৃষ্টির জন্য বোধিবৃক্ষ রোপণ করা হয়েছে। এসময় আরো উপস্থিত ছিলেন- বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের মহাসচিব পি আর বড়ুয়া, সহ সভাপতি প্রফেসর ড. বিকিরণ প্রসাদ বড়ুয়া, ভাইস চেয়ারম্যান নন্দিতা বড়ুয়া, সভ্যতার আলো পত্রিকার সম্পাদক মীর নাসির উদ্দিন উজ্জ্বল, অগ্রসর বিক্রমপুর সদর উপজেলা সভাপতি জাহাঙ্গীর হাসান ও বৌদ্ধ ভিক্ষুরা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন