bangladesh
 12 Aug 19, 02:39 PM
 58             0

রূপগঞ্জে ট্রাক-সিএনজি'র সংঘর্ষ ॥ পুলিশ সদস্যসহ নিহত ২

রূপগঞ্জে ট্রাক-সিএনজি'র সংঘর্ষ ॥ পুলিশ সদস্যসহ নিহত ২

নিউজ ডেস্কঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জে চট্টগ্রামগামী একটি ট্রাক ও ভুলতাগামী একটি যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে এক পুলিশ সদস্যসহ দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অজ্ঞাতামা আরও একজন।গাজীপুর-মদনপুর বাইপাস সড়কের উপজেলার কালাদী এলাকায় রবিবার দিবাগত ভোর রাতে এ সড়ক দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন- রাজধানীর মেরুল বাড্ডার স্বর্ণ ব্যবসায়ী নিশি কান্ত দাসের ছেলে শিপন চন্দ্র দাস ও পুলিশ কনস্টেবল সায়মন ইসলাম দুর্জয়। এ ব্যাপারে কাঁচপুর হাইওয়ে থানা পুলিশ সার্জেন্ট পঙ্কজ চন্দ্র জানান, রাতে কালাদী এলাকায় চট্টগ্রামগামী একটি ট্রাকের সঙ্গে ভুলতাগামী যাত্রীবাহী একটি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে হয়। এতে পুলিশ সদস্য সায়মন ইসলাম দুর্জয় ও রাজধানীর স্বর্ণ ব্যবসায়ী শিপন চন্দ্র দাস নিহত হন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন

')