News71.com
 Bangladesh
 11 Aug 19, 12:20 PM
 743           
 0
 11 Aug 19, 12:20 PM

নারায়ণগঞ্জের সোনারগাঁ থেকে ৮ পরিবহন চাঁদাবাজ গ্রেফতার॥

নারায়ণগঞ্জের সোনারগাঁ থেকে ৮ পরিবহন চাঁদাবাজ গ্রেফতার॥

নিউজ ডেস্কঃ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কাঁচপুর ও মোগরাপাড়া চৌরাস্তা এলাকা থেকে ৮ পরিবহন চাঁদাবাজকে গ্রেফতার করেছে র্যাব-১১। গত শুক্রবার বিকেলে ও গতকাল শনিবার দুপুরে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে র্যাব-১১ সিপিএসপি ওয়ারেন্ট অফিসার মোতালেব ঢালী বাদী হয়ে মামলা করে তাদের সোনারগাঁ থানায় হস্তান্তর করেছে র্যাব। এদের মধ্যে কাঁচপুর এলাকা থেকে ৫ জন ও মোগরাপাড়া চৌরাস্তা থেকে ৩ জনকে গ্রেফতার করা হয়। কাঁচপুর বাস স্ট্যান্ড এলাকা থেকে গ্রেফতার করা হয়- কাঁচপুর সোনাপুর এলাকার মো. হুমায়ুন কবিরের ছেলে মো. মাসুম, মৃত. শহিদ মিয়ার ছেলে মো. স্বপন মিয়া, মো. সিদ্দিক হোসেনের ছেলে মো. রনি আহমেদ, মৃত. ইয়াছিন মিয়ার ছেলে মো.বাচ্চু মিয়া, মৃত. মহসীন আলীর ছেলে মো. ফয়সাল। তাদের কাছ থেকে চাঁদাবাজির নগদ ৮ হাজার ৯২০ টাকা উদ্ধার করা হয়।

 

 

এছাড়াও মোগরাপাড়া চৌরাস্তা থেকে গত শুক্রবার বিকেলে তারা হলেন- মো. মনির হোসেন, মো. আলমাস মিয়া ও মো.শামীম। তাদের কাছ থেকে চাঁদাবাজির নগদ ১৪ হাজার ১’শ ২০ টাকা ও চাঁদা আদায়ের রসিদ উদ্ধার করা হয়। র্যাব-১১ এর সিপিএসসি উপ-পরিচালক তালুকদার নাজমুছ সাকিব জানান, একটি চাঁদাবাজ চক্র দীর্ঘদিন ধরে কাঁচপুর ও মোগরাপাড়া এলাকায় এলাকায় চলাচলরত বাস ও ট্রাক চালকদের মারধর ও ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক গাড়ি প্রতি ৩০-২০০ টাকা করে চাঁদা আদায় করে আসছিল। কোন চালক চাঁদা দিতে অস্বীকার করলে তাদের মারধর করে থাকে। গ্রেফতারকৃতরা এ চাঁদাবাজ চক্রের সক্রিয় সদস্য।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন