bangladesh
 10 Aug 19, 11:55 AM
 44             0

গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২

গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২

নিউজ ডেস্কঃ গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। গতকাল শুক্রবার রাত ১১ টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার সোনাকুড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন উপজেলার ভাটিয়াপাড়া গ্রামের নুরি মুন্সীর ছেলে শহিদুল মুন্সী (৩৫) এবং একই গ্রামের বিলু মুন্সীর ছেলে বাবু মুন্সী (৩০)। গোপালগঞ্জ ফায়ার সার্ভিস অফিসের স্টেশন অফিসার নুর মোহাম্মদ ও সদর থানার এসআই সাইফুল ইসলাম জানান, গতকাল শুক্রুবার রাতে ঘটা দুর্ঘটনাটি কীভাবে হয়েছে তা কেউ বলতে পারেনি। তবে রাস্তার উপর দুমড়ে মুচড়ে যাওয়া থ্রি-হুইলারটি পড়ে থাকায় যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। যে কারণে লোকজন পুলিশে খবর দিলে পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন উদ্ধার তৎপরতা চালায়। সেখান থেকে তারা শহিদুল মুন্সীর লাশ উদ্ধার করে এবং মারাত্মক আহত অবস্থায় বাবুকে সদর হাসপাতালে নেয়া হলে সেখানে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন

')