News71.com
 Bangladesh
 03 Aug 19, 12:45 PM
 870           
 0
 03 Aug 19, 12:45 PM

সাভারে বাসের চাকায় পিষ্ট হয়ে ছাত্রীর মৃত্যু।।

সাভারে বাসের চাকায় পিষ্ট হয়ে ছাত্রীর মৃত্যু।।

নিউজ ডেস্কঃ সাভারে বাসের চাকায় পিষ্ট হয়ে এক ছাত্রী নিহত হয়েছে। নিহতের নাম শিল্পী আক্তার (২২)। আজ শুক্রবার দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের সিএন্ডবি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শিল্পী আক্তার কুমিল্লা জেলার দেবিদ্বার থানার সোনার ঘর এলাকার মৃত শাহালম মুন্সির মেয়ে। প্রত্যক্ষদর্শীরা জানায়, যাত্রীবাহী বাসটি হঠাৎ করে ব্রেক করে। এ সময় বাসের গেটের কাছের সিটে বসে থাকা শিল্পী ছিটকে নিচে গিয়ে পড়েন। তারপর ওই গাড়িটি তাকে চাকার নিচে ফেলে পিষ্ট করে! এই ঘটনায় বাসচালক জাহিদ হাসানকে আটক করেছে পুলিশ। পুলিশ জানায়, নিহত শিল্পী আক্তার চট্টগ্রাম উত্তর হালিশহর এলাকায় অবস্থিত চট্টগ্রাম মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটে কম্পিউটার কৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিলেন। শিল্পী গতকাল শুক্রবার সকালে রাজধানীর সায়েদাবাদ থেকে আশুলিয়ার শ্রীপুর এলাকায় ভাইয়ের বাসায় বেড়াতে যাচ্ছিলেন। এজন্য তিনি মৌমিতা পরিবহন নামের ওই বাসের যাত্রী হয়েছিলেন।

পুলিশ আরও জানায়, বাসটি সিএন্ডবি এলাকায় পৌঁছুলে এক যাত্রী বাসটিকে থামার সংকেত দেয়। এ সময় চালক বাসটি থামানোর জন্য হঠাৎ ব্রেক করে। তখন বাসের ভিতরে গেটের কাছের সিটে বসে থাকা শিক্ষার্থী শিল্পী আক্তার বাস থেকে ছিটকে নিচে পড়েন এবং ওই বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে। যাত্রীবাহী বাসের চালক জাহিদ হাসানকে আটক করে বাসসহ থানায় নিয়ে আসে। সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদ জানান, দুর্ঘটনায় ছাত্রী নিহতের ঘটনায় ঘাতক বাস ও এর চালককে আটক করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন