News71.com
 Bangladesh
 02 Aug 19, 01:28 PM
 799           
 0
 02 Aug 19, 01:28 PM

ফরিদপুরে বিনামূল্যে ডেঙ্গুর চিকিৎসা দিবে বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকগুলো॥  

ফরিদপুরে বিনামূল্যে ডেঙ্গুর চিকিৎসা দিবে বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকগুলো॥   

নিউজ ডেস্কঃ ফরিদপুরের ডেঙ্গু আক্রান্ত রোগীদের বিনামূল্যে চিকিৎসা দিবে বলে ঘোষণা দিয়েছে জেলা বেসরকারি ক্লিনিক ও ডায়গনস্টিক মালিক সমিতি। বৃহস্পতিবার শহরের নিলটুলীর আরোগ্য সদন হাসপাতালের সম্মেলন কক্ষে ডেঙ্গু প্রতিরোধ সভায় এ ঘোষণা দেওয়া হয়। এ সময় ফরিদপুরের সিভিল সার্জন ডা. মোহাম্মদ এনামুল হক, ডেপুটি সিভিল সার্জন ডা. আফজাল হোসেন, আরোগ্য সদনের ব্যবস্থাপনা পরিচালক আওলাদ হোসেন বাবর, জেলা বেসরকারি ক্লিনিক ও ডায়গনস্টিক মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. করমউদ্দিন বক্তব্য দেন।

ফরিদপুরের সিভিল সার্জন ডা. মোহাম্মদ এনামুল হক বলেন, বৃহস্পতিবার দুপুর পর্যন্ত জেলার হাসপাতালগুলোতে ৮৫ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছে। সামনের দিনগুলোতে ডেঙ্গু রোগীর সংখ্যা আরো বাড়তে পারে বলে জানান তিনি। শহরের প্রায় ১০টি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে এ সেবা দেওয়া হবে। এছাড়া যে কোনো পরিস্থিতি মোকাবিলায় চারটি রক্তদাতা প্রতিষ্ঠানকে তৈরি থাকতে বলা হয়েছে। তবে এ সেবা পেতে রোগীদের জেলা প্রশাসক ও সিভিল সার্জনের কাছ থেকে অনুমোদন নিয়ে আসতে হবে। এ ছাড়া রাজবাড়ী, মাদারীপুর, ঝিনাইদহসহ আশেপাশের বিভিন্ন জেলা থেকে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ফরিদপুরে চিকিৎসা নিচ্ছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন