bangladesh
 02 Aug 19, 01:28 PM
 41             0

নারায়ণগঞ্জে আগুনে পুড়েছে অর্ধশতাধিক বস্তিঘর ॥

নারায়ণগঞ্জে আগুনে পুড়েছে অর্ধশতাধিক বস্তিঘর ॥

নিউজ ডেস্কঃ নারায়ণগঞ্জ শহরের চাঁদমারী এলাকায় আগুনে পুড়েছে অর্ধশতাধিক বস্তিঘর। ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত তিনটার দিকে ঢাকা-নারায়ণগঞ্জ লিংকরোডের পাশে এই অগ্নিকাণ্ড ঘটে। আগুনে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। তবে আগুনে ওই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে নারায়ণগঞ্জ শহরের মণ্ডলপাড়া, হাজীগঞ্জ ও আদমজী ফায়ার স্টেশনের সাতটি ইউনিট এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে বস্তির বেশ কয়েকটি টং দোকান, ঝুটের গুদামসহ অর্ধশতাধিক ঘর পুড়ে গেছে। এসব বস্তিঘরে নিম্ন আয়ের মানুষের বাস। অনেক ঘর ঝুট ব্যবসার গুদাম হিসেবে ব্যবহৃত হয়। আগুনের কারণে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। দুর্ভোগে পড়ে বিভিন্ন যানবাহনের দূরপাল্লার যাত্রীরা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন

')