News71.com
 Bangladesh
 03 Jun 19, 07:38 PM
 895           
 0
 03 Jun 19, 07:38 PM

বাড়তি দামে পাঞ্জাবি বিক্রির দায়ে আড়ংকে সাড়ে ৪ লাখ টাকা জরিমানা॥শোরুম বন্ধ

বাড়তি দামে পাঞ্জাবি বিক্রির দায়ে আড়ংকে সাড়ে ৪ লাখ টাকা জরিমানা॥শোরুম বন্ধ

নিউজ ডেস্কঃ রাজধানীর উত্তরায় আড়ং শোরুমে ৭০০ টাকার পাঞ্জাবি ১ হাজার ৩০০ টাকায় বিক্রি হচ্ছে। এমন অভিযোগে শোরুমটিতে অভিযান চালায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।আজ সোমবার (৩ জুন) চালানো এই অভিযানে অভিযোগের সত্যতা পাওয়ায় আড়ংকে সাড়ে চার লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে প্রতিষ্ঠানটি সাময়িক বন্ধ করে দেয়া হয়েছে।অধিদফতরের ঢাকা বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়ারের সার্বিক তত্ত্বাবধানে অভিযান পরিচালনা করেন অধিদফতরের সহকারী পরিচালক মো. আব্দুল জব্বার মণ্ডল।

মনজুর মোহাম্মদ শাহরিয়ার জানান, গত ২৫ মে এক ক্রেতা উত্তরা আড়ং থেকে একটি পাঞ্জাবি কেনেন ৭১৩ টাকায়। একই পাঞ্জাবি ৩১ মে কিনতে গেলে দাম রাখা হয় ১ হাজার ৩১৫ টাকা। অধিদফতরে এমন অভিযোগ করেন এক ভোক্তা। এ পরিপ্রেক্ষিতে আজ উত্তরা আড়ংয়ে অভিযান চালিয়ে এর সত্যতা পায় অধিদফতর। আড়ং অভিনব কায়দায় বেশি দাম লিখে ভোক্তাদের ঠকাচ্ছে। কী অবাক করা বিষয় ছয়দিনে একটি পাঞ্জাবির দাম বেড়েছে ৬০০ টাকা। যার কোনো কারণ জানাতে পারেনি আড়ংয়ের শোরুমের কর্মকর্তারা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন