News71.com
 Bangladesh
 27 May 19, 11:52 PM
 1522           
 0
 27 May 19, 11:52 PM

রাজধানীর উত্তরায় পথশিশুদের মধ্যে ইফতার ও ঈদ পোশাক বিতরন॥

রাজধানীর উত্তরায় পথশিশুদের মধ্যে ইফতার ও ঈদ পোশাক বিতরন॥

নিউজ ডেস্কঃ পঞ্চমবারের মতো ঢাকার উত্তরায় পথশিশুদের নিয়ে অনুষ্ঠিত হলো "স্মাইল ফর অল সীজন ৫" নামে ইফতার ও ইদ পোশাক বিতরণ আয়োজন ।একান্ত ব‍্যক্তিগত উদ‍্যেগে চারবছর আগে থেকে এই আয়োজন করে আসছে বিশ্ববিদ্যালয় পড়ুয়া তরুণ ফারদিন হাসান পাভেল । তিনি জানান "চার বছর আগে আমি রমজান মাসে উত্তরার সাংগাম এলাকায় এসে কিছু পথশিশুদের দেখি । যারা একদমই জীর্ণ-শীর্ণ অবস্থায় ঘুরে বেড়াচ্ছিল । তখনই আমার মাথায় এদেরকে নিয়ে এই ভাবনাটি আসে।" ফেসবুকে একটি ইভেন্টর মাধ্যমে ও কিছু বন্ধুর সহযোগিতায় পাভেল পরপর চার বছর 'স্মাইল ফর অল' নামের এই ঈদপূর্ব আয়োজনটি করে আসছে। প্রত‍্যেকবার প্রায় ৫০ জনের বেশি পথশিশুদের নিয়ে ,তবে এবার ৭০জন পথশিশুকে ইফতার ও ইদের পোশাক দেয়া হয় ।

পাভল আরও বলেন ," 'এই সব পথশিশু পথে থাকবে কেনো । তাহলে তাহলে তার মানবিক অধিকারকে অস্বীকার করা হয় । এদের আশ্রয় দিতে হবে, শিক্ষা দিতে হবে, স্বাস্থ্য সেবা দিতে হবে । সব কিছু নিয়ে ওরা বড় হবে, মানুষ হবে। ওদের চেহারা আমার কাছে একটা অনাবিল আনন্দের জায়গা ।' এমনিভাবে সকলেই মমতার হাত প্রসারিত করলে আরো অনেক পথ শিশুর মুখেই ফুটতে পারে এমন অনাবিল হাসি। পাভেলদের এই মহতি উদ্যোগে প্রতিবারই উত্তরা ৫ নম্বর সেক্টরের কল‍্যান সমিতি তাদের অফিস ব্যবহারের সুযোগ দিয়ে সহযোগিতা করে আসছে । আর গত পাচ বছর ধরে এই আয়োজন করতে গিয়ে ইরফান, তানভির, শুভন, সম্রাট , সৈকত, রাহাত, নাইম, অর্পন, জুয়েল ও রিয়াজ পাভেলের যোগ্য সহযোদ্ধায় পরিণত হয়েছে ।

 

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন