News71.com
 Bangladesh
 17 May 19, 06:53 PM
 914           
 0
 17 May 19, 06:53 PM

নাটোরে ভেজাল গুড় তৈরির অপরাধে ৯ লাখ টাকা জরিমানা

নাটোরে ভেজাল গুড় তৈরির অপরাধে ৯ লাখ টাকা জরিমানা

নিউজ ডেস্কঃ ভেজাল গুড় তৈরি ও সংরক্ষণের অপরাধে নাটোরের গুরুদাসপুরে অভিযান চালিয়ে তিন কারখানা মালিকের কাছ থেকে নয় লাখ টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমান আদালত। র্যারব-৫ (সিপিসি-২) এর নাটোর ক্যাম্পের এএসপি রাজিবুল আহসানের নেতৃত্বে ওই অভিযান চালানো হয়। জানা যায়, গতকাল বৃহস্পতিবার গভীর রাতে গুরুদাসপুর পৌর এলাকার চাঁচকৈড় পুরানপাড়া এলাকার ভেজাল গুড় কারখানার মালিক সুজন সোনার (২৫), মুক্তার শাহ (৪০) ও আলামিন সোনারকে (৩২) ভেজাল গুড়সহ গ্রেফতার করে র্যাভব-৫।

পরে আজ শুক্রবার সকালে তাদেরকে ভ্রাম্যমান আদালতে হাজির করলে ৩ লাখ টাকা করে মোট ৯ লাখ টাকা জরিমানা আদায় করেন গুরুদাসপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান। অভিযানে ১৫ হাজার ৯৫০ কেজি চিনি, এক লাখ কেজি গুড়, ২৮০টি প্লাস্টিকের ড্রাম, ৩৫০টি সিলভারের পাতিল, ২৫০ কেজি আতব চাউল জব্দ করা হয়। ওই ভেজাল গুড় ধ্বংস করা হয়েছে এবং জব্দকৃত পণ্য সামগ্রী বিভিন্ন মাদ্রাসায় বিতরণ করা হয়েছে বলে জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন