News71.com
 Bangladesh
 12 Apr 19, 01:57 PM
 750           
 0
 12 Apr 19, 01:57 PM

সিদ্ধিরগঞ্জে ৫ হাজার লিটার চোরাই তেল সহ আটক ১॥

সিদ্ধিরগঞ্জে ৫ হাজার লিটার চোরাই তেল সহ আটক ১॥

নিউজ ডেস্কঃ সিদ্ধিরগঞ্জের গোদনাইল এলাকায় র্যাবের অভিযানে প্রায় ৫ হাজার লিটার চোরাই তেলসহ আকাশ নামে একজনকে আটক করা হয়েছে। গতকাল বুধবার বিকাল হতে রাত পর্যন্ত চলা অভিযানে র্যাব সদস্যরা তাকে গ্রেফতার ও চোরাই তেল উদ্ধার করে। সিদ্ধিরগঞ্জের আদমজীস্থ র্যাব-১১ এর প্রধান কার্যালয় থেকে আজ বৃহস্পতিবার বিকালে পাঠানো এ তথ্য জানানো হয়। র্যাব জানায়, সিদ্ধিরগঞ্জের গোদনাইল পদ্মা ডিপো সংলগ্ন রোডে চারটি চোরাই তেলের দোকানে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ২৩টি তেলের ড্রামে ১৮৬০ লিটার ডিজেল, ৬৬০ লিটার অকটেন, ১৭২০ লিটার এটিএফ, ৪৪০ লিটার পেট্রোল ও ২২০ লিটার কেরোসিনসহ মোট চার হাজার ৯০০ লিটার চোরাই তেল উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ৩ লাখ ৪৮ হাজার ৭৮০ টাকা।


অভিযান চলাকালে র্যাবের উপস্থিতি টের পেয়ে তেল ওই চক্রের অন্য সদস্যরা পালিয়ে যায়। এ সময় আকাশ নামে একজনকে গ্রেফতার করা হয়। চক্রটি দীর্ঘদিন ধরে পদ্মা পেট্রোলিয়াম লি: এর সামনে ছোট ছোট দোকান বসিয়ে চোরাই তেলের ব্যবসা করে আসছিল। র্যাব আরও জানায়, সিদ্ধিরগঞ্জের গোদনাইল এলাকায় অবস্থিত পদ্মা ও মেঘনা ডিপো এলাকায় ডিপো কেন্দ্রিক বেশ কয়েকটি চোরাই তেলের সিন্ডিকেট গড়ে উঠেছে। এই সিন্ডিকেটের কাছে কিছু অসাধু লরির ড্রাইভার ও হেলপার নামে মাত্র মূল্যে লরি থেকে চুরি করে তেল বিক্রি করে। এই চোরাই সিন্ডিকেটের বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন