News71.com
 Bangladesh
 08 Apr 19, 04:51 AM
 766           
 0
 08 Apr 19, 04:51 AM

বনানীর এফ আর টাওয়ারে আগুন নেভাতে গিয়ে আহত ফায়ারম্যান সোহেলের মৃত্যু॥

বনানীর এফ আর টাওয়ারে আগুন নেভাতে গিয়ে আহত ফায়ারম্যান সোহেলের মৃত্যু॥

নিউজ ডেস্ক: বনানীর এফ আর টাওয়ারের আগুন নেভানোর সময় কর্তব্যরত অবস্থায় আহত ফায়ারম্যান সোহেল রানা চিকিৎধীন অবস্থায় মারা গেছেন। এর আগে তাকে চিকিৎসার জন্য সিঙ্গাপুরে একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তার পরেও জীবন রক্ষা করা গেলনা এ ফায়ারম্যানের।গত ২৮ মার্চ বনানীর এফ আর টাওয়ারে ভয়াবহ অগ্নিকাণ্ড কেড়ে নেয় সোহেল ছাড়াও ২৬ জনের প্রাণ, আহত হন কমপক্ষে ৭০ জন। সে সময় কুর্মিটোলা ফায়ার স্টেশনের ফায়ারম্যান সোহেল রানা ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের উঁচু ল্যাডারে (মই) উঠে আগুন নেভানো ও আটকে পড়া ব্যক্তিদের উদ্ধার কাজ করছিলেন। মইয়ের ওপর স্থান সঙ্কুলান না হওয়ায় তিনি কিছুটা নেমে উদ্ধারকৃতদের জন্য জায়গা করে দেন।

এক পর্যায়ে সোহেলের শরীরে লাগানো নিরাপত্তা হুকটি মইয়ের সঙ্গে আটকে যায়। তিনি মই থেকে পিছলে পড়ে বিপজ্জনকভাবে ঝুলছিলেন। এ সময় তার একটি পা ভেঙে যায় এবং তিনি পেটে মারাত্মক ব্যথা পান।উন্নত চিকিৎসার জন্য গত ৫ এপ্রিল সন্ধ্যায় এয়ার অ্যাম্বুল্যান্সে করে তাকে সিঙ্গাপুর নেয়া হয়।প্রধানমন্ত্রীর নির্দেশে তাঁকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছিল।সোহেলকে নিয়ে এ অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা দাঁড়াল ২৭ জনে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন