News71.com
 Bangladesh
 06 Apr 19, 04:16 PM
 804           
 0
 06 Apr 19, 04:16 PM

কোটালীপাড়ায় বিদ্যালয়ের ঘর ভেঙে দিলেন ইউপি চেয়ারম্যান

কোটালীপাড়ায় বিদ্যালয়ের ঘর ভেঙে দিলেন ইউপি চেয়ারম্যান

নিউজ ডেস্ক: গোপালগঞ্জের কোটালীপাড়ায় বীর মুক্তিযোদ্ধা সাদেকুজ্জামান নামে একটি বিদ্যালয়ের ঘর ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে পিঞ্জুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সাইদ সিকদারের বিরুদ্ধে।তিনি তার লোকজন নিয়ে আজ শনিবার সকালে বিদ্যালয়ের একটি ঘর ভেঙে ফেলেছেন।বিদ্যালয় ঘরটি ভেঙে দেওয়ার বিষয়টি স্বীকার করে ওই চেয়ারম্যান বলেন, বিদ্যালয়ের এই ঘরটি ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রের জায়গার ওপর করা হয়েছিল। যেহেতু ওই স্বাস্থ্যকেন্দ্রের উন্নয়ন জন্য সীমানা প্রাচীর নির্মাণ কাজ হবে সে কারণে ঘরটি ভেঙে ফেলা হয়েছে। স্কুল কর্তৃপক্ষকে বারবার ঘরটি সরিয়ে নেওয়ার কথা বলা হলেও তারা তা শোনেনি। বিষয়টি উপজেলা সমন্বয় সভায় উত্থাপন করা হয়। তখন মৌখিকভাবে ঘরটি সরানোর সিদ্ধান্ত হয়। এ কারণে লোকজন দিয়ে ঘরটি ভেঙে দেওয়া হয়েছে।জানা গেছে, ঘর ভেঙে ফেলায় বিদ্যালয়ের সাড়ে তিন শ শিক্ষার্থীর লেখাপড়া বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। এ নিয়ে অভিভাবক, শিক্ষার্থী ও এলাকাবাসীর মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। পুনরায় স্কুল ঘরটি নির্মাণসহ দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন তারা।

কোটালীপাড়া উপজেলা নির্বাহী অফিসার এস এম মাহফুজুর রহমান বলেন, শিক্ষা গ্রহণ করাটা ছাত্র-ছাত্রীদের মৌলিক অধিকার। এই অধিকার কেউ হরণ করতে পারে না। স্কুল ভাঙার বিষয়টি আমি জেনেছি।চেয়ারম্যানের সাথে এ বিষয়ে আমার মুঠোফোনে কথা হয়েছে। তিনি বলেছেন, জায়গাটি ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রের। সেখানে স্কুল কর্তৃপক্ষ অবৈধভাবে ঘর তুলেছিলেন। সেটি তিনি তার লোকজনকে দিয়ে ভেঙে দিয়েছেন। চেয়ারম্যান যেটি করেছেন সেটি আইন সম্মত নয়। এ বিষয়ে অভিযোগ আসলে তিনি তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেবেন বলেও জানান।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন