News71.com
 Bangladesh
 04 Apr 19, 08:37 AM
 881           
 0
 04 Apr 19, 08:37 AM

নরসিংদীতে ট্রেন থামিয়ে বিক্ষোভ দেখালেন পাটকল শ্রমিকরা॥

নরসিংদীতে ট্রেন থামিয়ে বিক্ষোভ দেখালেন পাটকল শ্রমিকরা॥

নিউজ ডেস্কঃ নরসিংদীতে মজুরি কমিশন বাস্তবায়নসহ ৯ দফা দাবি আদায়ে ট্রেন লাইন অবরোধ করে পাটকল শ্রমিকরা। এসময় ট্রেনের বেশ কয়েকটি বগির জানালার গ্লাস ভাংচুরসহ রেল লাইনে আগুন জ্বালিয়ে বিক্ষুব্ধ শ্রমিকরা। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টার দিকে ইউএমসি জুট মিল এর শ্রমিক কর্মচারীরা বাশাইল রেলগেইট ও তরোয়া এলাকায় এ অবরোধ করে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। জানা যায়, মজুরি কমিশন বাস্তাবায়ন সহ ৯ দফা দাবিতে গত ৪দিন যাবৎ কর্মবিরতি সহ নানা কর্মসূচি পালন করছে ইউএমসি জুট মিল এর শ্রমিক কর্মচারীরা।

এরই প্রেক্ষিতে আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টার দিকে ইউএমসি জুট মিল এর শ্রমিক কর্মচারীরা বাশাইল রেলগেইট এলাকায় এ অবরোধ করে। এসময় ঢাকা থেকে চট্টগ্রাম কর্ণফুলি এক্সপ্রেসের একটি ট্রেন থামিয়ে ফেলে। পরে উত্তেজিত শ্রমিকরা ট্রেনের বেশ কয়েকটি বগির জানালার গ্লাস ভাংচুর করে। পরে রেল লাইনে আগুন জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। পরে সদর মডেল থানা পুলিশ, রেলওয়ে পুলিশ ও ফায়রা সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে শ্রমিকদের সড়িয়ে দিলে ১২টার দিকে রেল চলাচল স্বাভাবিক হয়। রেল ফাঁড়ির এসআই ফিরোজ আহাম্মেদ বলেন, শ্রমিকরা অতর্কিত ভাবে রেল লাইন অবরোধ করে। এসময় চট্টগ্রামগামী একটি ট্রেন বাশাইল তরোয়া এলাকায় থামিয়ে ফেলে। ওই সময় শ্রমিকরা ট্রেনের জানালার গ্লাস ভাংচুর করে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন