News71.com
 Bangladesh
 31 Mar 19, 10:46 AM
 985           
 0
 31 Mar 19, 10:46 AM

এবার নরসিংদীর জুট মিলে আগুন॥

এবার নরসিংদীর জুট মিলে আগুন॥

নিউজ ডেস্ক: নরসিংদীর ইউএমসি জুট মিলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল শনিবার রাত ১০ টায় ইউএমসি জুট মিলের চাঁদপুর ইউনিটে এ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের চারটি ইউনিট প্রায় এক ঘণ্টা চেষ্টা করে রাত ১১ টায় আগুন নিয়ন্ত্রণে আনে।ইউএমসি জুট মিলের জেনারেল ম্যানেজার মো. শাজাহান মিয়া জানান মিলের চাঁদপুর ইউনিটে পাটের রোল মজুদ করা ছিল। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।

একজন শ্রমিক আগুন নিভাতে গিয়ে আহত হয়েছে। ইউনিটে কতগুলো রোল আগুনে পুড়ে গেছে আর কতগুলো ভালো আছে তা এখনও জানা সম্ভব হয়নি । পরে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা হবে। বিজিএমইএ’র ঊর্ধ্বতন কর্তৃপক্ষগণ ঘটনাস্থল পরিদর্শন করবেন। নরসিংদী ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. শাজাহান সিরাজ জানান, বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। মিলে পাট জাতীয় দ্রব্য থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। তাই আগুন নিয়ন্ত্রণে আনতে বেশ বেগ পেতে হয়েছে। নরসিংদী সদর, মাধবদী ও শিবপুরের ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করেছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন